ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার (১৫ মে) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে মোখার প্রভাব শেষ হয়ে গেছে। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
এ ছাড়া নওগাঁ, রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছুটা প্রশমিত হতে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া পরবর্তী ২ দিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পার।
কেএম/আরএ/
