দাবদাহ আরও বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর
টানা কয়েক ধরে রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এই গরম আরও কয়েকদিন থাকার পাশাপাশি তা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৪ এপ্রিল) পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, খুলনা ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন বলেছেন, টানা কয়েক ধরে দেশের অধিকাংশ জায়গায় যে তীব্র গরম অনুভূত হচ্ছে তা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেএম/আরএ/