আসছে নতুন ৮ ওয়েব সিরিজ
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাওয়া বাংলাদেশি নির্মাতাদের ‘দৌড়’, ‘সাবরিনা’, ‘কাইজার’, ‘বোধ’ ও ‘কারাগার’, ওয়েব সিরিজগুলো ছিল বিশেষভাবে আলোচিত। মেহজাবিন চৌধুরী এবং আফরান নিশো ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেক হয় হইচইয়ের মাধ্যমে।
এবার এই ওটিটি প্ল্যাটফর্মটিতে আসছে বাংলাদেশের আরও নতুন ৮টি ওয়েব সিরিজ। জনপ্রিয় নির্মাতা তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আসছে তাদের নতুন কনটেন্ট নিয়ে। এর পাশাপাশি হইচই ক্যাটালগে যুক্ত হচ্ছে সানী সানোয়ার, ফয়সাল আহমেদ, অনম বিশ্বাস, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশুর নির্মিত কনটেন্ট।
২০২৩ সালে হইচই-এ প্রথমবারের মতো কাজ করছেন বিদ্যা সিনহা মীম এবং জিয়াউল ফারুক অপূর্ব। এমনটি জানিয়েছেন হইচই কর্তৃপক্ষ।
হইচইয়ের প্রধান পরিচালন কর্মকর্তা সৌম্য মুখার্জী বলেন, ‘আমরা এখন দর্শকদের জন্য সবার সেরা কনটেন্ট নির্মাণের দিকে মনোযোগী। দর্শকদের কাছে মানসম্পন্ন কনটেন্ট পৌঁছে দেওয়ার জন্য হইচই সব সময় নির্মাতা এবং অভিনয়শিল্পীদের মাঝ থেকে সেরা প্রতিভা তুলে আনায় বিশ্বাসী। এ বছর আমরা বাংলাদেশ থেকে ৮টি কনটেন্ট নির্মাণ করছি যেখানে অন্যান্য নির্মাতাদের সঙ্গে আছেন আশফাক নিপুণ, তানিম নূর, সানী সানোয়ার, ফয়সাল আহমেদ এবং সৈয়দ আহমেদ শাওকী। মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, আফরান নিশো, এফএস নাঈমদের মতো জনপ্রিয় মুখকে আবারও হইচই এ দেখা যাবে।’
এএম/এসজি