আজ মঞ্চ মাতাবেন তারা
‘থিয়েটারের নতুন বার্তা বিধ্বস্ত পৃথিবীর জন্য’ স্লোগানে শুরু হয়েছে ‘আরণ্যক’ নাট্যদলের ৫০ বছর পূর্তি উদযাপন। এই উদযাপন উপলক্ষে ৮ দিনের নাট্যোৎসব আয়োজন করা হয়েছে।
উৎসবে আজ মঞ্চ মাতাবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, জয়রাজ, শামীম জামান।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে আরন্যক নাট্যদলের অন্যতম জনপ্রিয় মঞ্চ নাটক ‘রাঢ়াঙ’। এই নাটকে অভিনয় করবেন এই তারকারা। এমনটি জানিয়েছে চঞ্চল চৌধুরী।
নাট্যব্যক্তিত্ব ও আরন্যকের কর্ণধার মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় এই নাটকে আরও অভিনয় করবেন মামুমুর রশীদ, তমালিকা কর্মকার, সাজ্জাদ সাজু, আপেল মাহমুদ, রানা প্রমুখ।
রাঢ়াঙ নাটকটি এ দেশের আদিবাসীদের নিয়ে প্রথম লেখা নাটক। ২০০১ সালে নওগাঁয় আলফ্রেড সরেনকে হত্যা করা হয়। দেশজুড়ে তখন প্রতিবাদ হয়েছিল। নওগাঁয় বড় একটি প্রতিবাদ হয়েছিল। মামুনুর রশীদ সেখানে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন এবং প্রতিবাদে অংশ নিয়েছিলেন।
সেই সময় সাঁওতালরা তীর-ধনুক উপহার দিয়েছিলেন মামুনুর রশীদকে। তারপর টানা কয়েকবছর এটা নিয়ে গবেষণা করে রাঢ়াঙ নাটকটি লেখেন মামুনুর রশীদ। আজ নাটকটির ২০১তম প্রদর্শনী হবে। আরন্যকের এ উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এএম/এমএমএ/