পদ্মশ্রী পাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং
পদ্মশ্রী পাচ্ছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং
ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী এবারের বছর পাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী অরিজিৎ সিং। তিনি তার সংগীত জগতের অসামান্য অবদানের জন্য এই সম্মান লাভ করছেন।
এছাড়াও, পশ্চিমবাংলার আরেক জনপ্রিয় ব্যক্তি, বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্করও পেয়েছেন পদ্মশ্রী সম্মান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবারের মতো এবারও প্রথা অনুসারে ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের রাতে, শনিবার, ঘোষণা করা হয় পদ্ম পুরস্কারের প্রাপকদের নাম। এবছর মোট ১৩৯ জন ব্যক্তি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে ৭ জনকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ এবং ১৯ জনকে পদ্মভূষণ সম্মান।
পশ্চিমবঙ্গ থেকে আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব পদ্মশ্রী সম্মান লাভ করেছেন, তাদের মধ্যে সন্ন্যাসী কার্তিক মহারাজ, সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং ঢাক বাদক গোকুল চন্দ্র দাসের নাম উল্লেখযোগ্য। এছাড়া, সমাজকল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোাহানি এবং সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য নগেন্দ্রনাথ রায়।
এবারের তালিকায় পশ্চিমবাংলার বাইরে আরও একাধিক বিশেষ ব্যক্তিত্ব পদ্মশ্রী পেয়েছেন, যেমন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া, হকি দলের সাবেক গোলরক্ষক পিআর শ্রীজেশও পদ্মভূষণ পাচ্ছেন, আর মরণোত্তর পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস এবং রাজনীতিবিদ সুশীল মোদী।
বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টদের এই বিশেষ পদ্ম সম্মানে ভূষিত করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। ২০২৫ সালে তারই তালিকা এলো সামনে।