বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড
বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ
চট্টগ্রাম, যা বাংলাদেশের ব্যান্ড সংগীতের তীর্থস্থান হিসেবে পরিচিত, এবার হয়ে উঠবে বছরের প্রথম উন্মুক্ত কনসার্টের কেন্দ্রবিন্দু। ২০২৫ সালের প্রথম বড় কনসার্টে গাইবেন দেশের খ্যাতনামা ব্যান্ড শিল্পীরা, আর সবার মাঝখানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ‘নগর বাউল’ খ্যাত মাহফুজ আনাম জেমস।
চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫-এর অংশ হিসেবে অনুষ্ঠিত ‘গালা নাইট কনসার্ট’-এ অংশ নেবেন মোট আটটি ব্যান্ড। এর মধ্যে রয়েছেন শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ, তেরোন্দাজ এবং অবশ্যই জেমস ও তার দল।
কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি, এমএ আজিজ স্টেডিয়ামে, যা চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী আয়োজন।
জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং কনসার্টকে কেন্দ্র করে অনলাইনে প্রচারণা শুরু হয়ে গেছে। আয়োজকরা জানান, শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
নগরবাউল’র মুখপাত্র রবিন ঠাকুর জানিয়েছেন, চট্টগ্রামের সঙ্গে তাদের সম্পর্ক বিশেষ এবং শহরের শ্রোতাদের সামনে তাদের পারফরম্যান্স সবসময় হৃদয় উজাড় করে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।