অনুমোদন পাওয়া ভেন্যু বাতিল, অনিশ্চয়তায় ফোক ফেস্ট
ছবি: সংগৃহীত
পাঁচ বছর পর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ ফেরার যে সম্ভাবনা দেখা দিয়েছিল, তা আবারও অনিশ্চয়তায় পড়েছে। আর্মি স্টেডিয়ামে আয়োজনের জন্য ভেন্যু বরাদ্দ দেওয়া হলেও কর্তৃপক্ষ শেষ মুহূর্তে তা ‘বাতিল’ করেছে।
এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে উচ্চাঙ্গ সংগীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে বেঙ্গল ফাউণ্ডেশন। ২০১৮ সালের পর এই শুদ্ধ সংগীতের আসর ফেরার সম্ভাবনাও তাই অনেকটাই অনিশ্চিত।
মাটির গানের এই আন্তর্জাতিক আসর পাঁচ বছর পর ফেরার কথা ছিল ২০২৫ এর ২৩ জানুয়ারি। ষষ্ঠ আসরের সব আয়োজন শেষ করে নিয়ে এসেছিল আয়োজক সান কমিউনকিশনস। ভেন্যু হিসেবে অনুমতিও মিলেছিলো আর্মি স্টেডিয়ামের।
দেশ বিদেশের শিল্পীদের সঙ্গে আয়োজকদের আলাপ যখন চূড়ান্ত, তখনই জানা গেল, ভেন্যু বাতিল করেছে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ।
এদিকে লোকসংগীত ফেরার খবরে আশাবাদী হয়ে উচ্চাঙ্গ আসর আয়োজনের প্রস্তুতি নিয়েছিল বেঙ্গল ফাউণ্ডেশন। আর্মি স্টেডিয়াম ভেন্যু চেয়ে আবেদনও করেছিল কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা তাদের আয়োজনটি পিছিয়ে নিয়েছে। জানােনা হয়িন নতুন কোনো তারিখ।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। তার ভাষ্য, এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে পরে জানাবো।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তায় ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীত শিল্পী রাহাত ফতেহ আলী খান।