আতিফ আসলামের কনসার্টের টিকিট শেষ, স্টেডিয়ামের অনুমতি এখনো বাকি
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আগামী ২৯ নভেম্বর ঢাকায় কনসার্ট করতে আসছেন, যা নিয়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের মাধ্যমে জানা গেছে, কনসার্টের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
তবে কনসার্টটি যে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে এখনো প্রয়োজনীয় অনুমতি পাওয়া যায়নি। আর্মি স্টেডিয়ামের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন যে, আয়োজকরা আবেদন করলেও অনুমতি প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
আতিফ আসলাম তার জনপ্রিয় গান ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, এবং ‘পেহলি দফা’র মতো হিট গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এ বছর দ্বিতীয়বারের মতো তিনি ঢাকায় আসছেন ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্টে পারফর্ম করতে।
কনসার্টে আতিফ আসলাম ছাড়াও পারফর্ম করবেন আরেক পাকিস্তানি শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।
আবদুল হান্নান তার ‘ইরাদে’ এবং ‘বিখরা’ গান দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।
সব কিছু ঠিকঠাক থাকলে কনসার্টটি ২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে আর্মি স্টেডিয়ামে শুরু হবে। তবে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে দুপুর ১টায়।