একই দিনে মা ও বোনকে হারালেন গ্র্যামিজয়ী গায়িকা মারায়া ক্যারি
ছবি: সংগৃহীত
একই দিনে মা এবং বোনকে হারালেন জনপ্রিয় গ্র্যামিজয়ী গায়িকা মারায়া ক্যারির। গত সপ্তাহে একই দিনে তার মা প্যাট্রিসিয়া ক্যারি এবং বোন অ্যালিসন ক্যারিমা মারা গেছেন। বিষয়টি গায়িকা নিজেই নিশ্চিত করেছেন।
বিনোদনবিষয়ক গণমাধ্যম পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে গায়িকা বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে, গত সপ্তাহান্তে আমার মা চলে গেছেন।দুঃখজনকভাবে একই দিনে বোনও মারা গেছেন’।
তবে মারায়ার মা ও বোনের মৃত্যুর কারণ এবং তাঁদের মৃত্যু নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
৫৫ বছর বয়সী এই গায়িকার সঙ্গে অনেক দিন ধরেই তার মায়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল না। নানা কারণে অনেক দিন ধরেই মায়ের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক ছিল না গায়িকার। প্যাট্রিসিয়া ব্যক্তিজীবনে আলফ্রেড রায় ক্যারির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন তিন বছর, তখন তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়।