উস্তাদ রশিদ খান ব্রেন স্ট্রোকে আক্রান্ত, অবস্থা খুবই সঙ্কটজনক!
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান। ছবি সংগৃহিত
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান গুরুতর অসুস্থ হয়েছেন। ব্রেন স্ট্রোকে আক্রান্ত, অবস্থা খুবই সঙ্কটজনক!জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী বেশ অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যায় ৷
গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রশিদ খান৷ চিকিৎসাতে বেশ সাড়াও দিচ্ছিলেন৷ এর মধ্যে আচমকাই স্টোকে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ তারপরই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়৷ হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার পর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিল্পী রশিদ খানকে৷
হাসপাতাল সূত্রে ও শিল্পীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, রশিদ খানের শারীরিক পরিস্থিতি খুবই আশঙ্কাজনক৷ আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ায় অবস্থা শোচনীয়৷ তার উপর দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি৷ বর্তমানে আইটিইউ-তে ভর্তি রয়েছেন রশিদ খান৷
প্রসঙ্গত,উত্তরপ্রদেশের বাদাউনে জন্ম উস্তাদ রশিদ খানের। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। ছোটবেলা থেকেই গান টানত তাঁকে। প্রথম টের পেয়েছিলেন উস্তাদ গুলাম মুস্তাফা। তিনি প্রথম শিল্পীকে মুম্বই নিয়ে আসেন। গানের তালিম দেওয়ার জন্য। যদিও তাঁর প্রকৃত সাধনা তাঁর বাড়িতেই। উস্তাদ নিসার হুসেন খানের কাছে। ভোর চারটে থেকে শুরু হত তালিম। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি উস্তাদ রশিদ খান ছায়াছবিতেও গেয়েছেন। তালিকায় ‘যব উই মেট’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেজ ইজ খান’, ‘কিসনা’, ‘রাজ ৩’ ‘মিতিন মাসি’, ‘ভদকা ডায়েরিজ’-এর মতো ছবি।