মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | ৪ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফিরে গেলেন আরশি, গায়ক নোবেলকে নেওয়া হলো রিহ্যাবে

আরশি ও গায়ক নোবেল। ছবি: সংগৃহীত

মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া হয়েছে সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে। দিনে দিনে পুরোপুরি মাদকাসক্ত হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে তাকে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে খুলনা থেকে তুলে নিয়ে আসা ফারজান আরশি তার বাসায় ফিরে গেছেন। জানা যায়, ঢাকার নিকটবর্তী একটি মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে এ গায়ক অবস্থান করছেন। বিষয়টি নোবেলের পারিবারিকসূত্র জানা যায়।

কিছুদিন আগেই কুড়িগ্রামে একটি কনসার্টে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চে ওঠেন নোবেল। সেখানে জড়ানো কণ্ঠে গান গাইতে শুরু করলে দর্শক-শ্রোতারা পানির বোতল ছুঁড়তে শুরু। বিষয়টি নিয়ে দেশব্যাপী তোলপাড় হয়। তারপর তার স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয়।

আরশি ও গায়ক নোবেল

 

সম্প্রতি গায়ক মইনুল আহসান নোবেল ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাস হালনাগাদ করেছেন। সেখানে জানিয়েছেন তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে তার স্ত্রী সালসাবিওল মাহমুদ জানিয়েছেন নোবেল মেয়েটিকে খুলনা থেকে তুলে এনেছেন। পরে আরশিও জানান তিনি গোপালগঞ্জে গিয়েছিলেন সেখান থেকে নোবেল তাকে ঢাকায় নিয়ে আসে।

বর্তমানে আরশি খুলনায় অবস্থান করছেন ঢাকা থেকে চলে গেছেন। খুলনায় ফিরে গিয়ে আরশি ফেসবুকে জানিয়েছেন, আমি আমার বাসায় আছি, খুলনাতে। না জেনে উলটাপালটা নিউজ করবেন না প্লিজ। আজকে যদি আমি নাদিমের সাথে সবকিছু ডিলিট করে যেতাম, তাহলে কেউ কিছুই জানতে পারতো না, আমি কি এতোটাই বোকা?

আমি জানি না যে নোবেল এই ছবি আপলোড করলে ক্তটা ঝামেলা হবে? বিশ্বাস করুন এসবে আমার হাত ছিল না। একটু টাইম দেন।

Header Ad

দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য

ছবি: সংগৃহীত

কর্মী সংকটের কারণে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ জার্মানি। এই সংকটের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে বার্লিন। দক্ষ কর্মীদের অভিবাসনের জন্য দরজা খুলে দিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ২০২৪ সালের মধ্যে ২ লাখ দক্ষ কর্মীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার জানিয়েছেন, নতুন নিয়মের আওতায় দক্ষ পেশাজীবী ও তরুণ শিক্ষার্থীরা সহজেই জার্মানিতে কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন।

২০২৩ সালে জার্মানি ১ লাখ ৭৭ হাজার পেশাদার ভিসা ইস্যু করেছিল। চলতি বছর এই সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘমেয়াদে জনবল সংকট মোকাবিলার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বর্তমানে দেশটিতে ১৩ লাখ ৪০ হাজার চাকরির পদ খালি রয়েছে।

জার্মানি নতুন পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে। ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং বয়সের ভিত্তিতে আবেদনকারীরা এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকরা জার্মানিতে চাকরি খোঁজার পাশাপাশি পড়াশোনার সুযোগ পাবেন।

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ চাকরির সুযোগ পেয়েছেন বিদেশি কর্মীরা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকরাও সরাসরি যোগ্যতার ভিত্তিতে জার্মানিতে কাজের সুযোগ পাবেন।

দক্ষ কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জার্মানি। আগামী ২০২৫ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জার্মান সরকারের এই পদক্ষেপ দক্ষ পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ইউরোপে নতুন সুযোগ তৈরি করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এটি শুধু জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে না, বরং অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন দিগন্তও উন্মোচন করবে।

Header Ad

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৬ জন নেতাকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর সঙ্গে দলটির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বিএনপির একটি সূত্র জানায়, দীর্ঘ ১৫ বছরের ব্যবধানে এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়া নিয়মিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতেন। তবে, কারাবাসে থাকার সময় দলটির পক্ষ থেকে প্রতিনিধি দল এসব অনুষ্ঠানে অংশ নিত।

তবে গত দুই-তিন বছরে বিএনপি সশস্ত্র বাহিনী দিবসের কোনো আয়োজনে অংশ নেয়নি বলে জানিয়েছে দলটির সংশ্লিষ্ট সূত্র। এবারের আমন্ত্রণকে দলের নেতারা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং এটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলেও মনে করছেন।

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Header Ad

এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক ইয়াছির আরাফাতের সই করা তলবি চিঠিতে তাদের আগামী ২০ ও ২১ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। সোমবার সংস্থার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চিঠিতে কর্মকর্তাদের হাজির হওয়ার পাশাপাশি তাদের পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে বলা হয়েছে। এ ছাড়া চিঠিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের চাকতাই শাখার গ্রাহক মেসার্স মুরাদ এন্টারপ্রাইজ, জুবিলী রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টস নামীয় ঋণ পরিদর্শন ও মনিটরিং সংক্রান্ত কর্মকর্তার ভূমিকার বিষয়ের বিস্তারিত তথ্যসহ হাজির হতে বলা হয়েছে।

তলবি চিঠিতে ২০ নভেম্বর যাদের তলব করা হয়েছে- বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, অনিক তালুকদার, অতিরিক্ত পরিচালক শংকর কান্তি ঘোষ, ছলিমা বেগম, উপ-পরিচালক মো. জুবাইর হোসেন ও রুবেল চৌধুরী।

অন্যদিকে ২১ নভেম্বর যাদের তলব করা হয়েছে- বাংলাদেশ ব্যাংক পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দ মু: আরিফ-উন-নবী, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. শোয়েব চৌধুরী, মো. মঞ্জুর হোসেন খান ও মো. আব্দুর রউফ, উপ-পরিচালক লেনিন আজাদ পলাশ এবং পরিচালক মো. সরোয়ার হোসাইন।

একই ঘটনায় এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সংস্থাটি।

অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ অন্যরা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে।
এর আগে গত ২১ আগস্ট এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুদক।

Header Ad

সর্বশেষ সংবাদ

দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি
এবার ৬৫৪ কোটি টাকায় দুবাইয়ে বাড়ি কিনলেন নেইমার
৩ দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা তিতুমীরের মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আপত্তি নেই: ড. মুহাম্মদ ইউনূস
কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির আত্মপ্রকাশ
কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক: আইন উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না: অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে অধ্যাদেশ জারি
বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২০০ টাকা
শেখ হাসিনা রাজনৈতিক দলগুলোর দুর্বলতার সুযোগে ফ্যাসিষ্ট হয়েছিলেন: মির্জা ফখরুল
ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক প্যানেল মেয়র কিরণ আটক
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ