নোবেলকে বিয়ের কথা অস্বীকার আরশির, যা বললো স্বামী নাদিম
ছবি: সংগৃহীত
গানের রিয়েলিটি শো “সারেগামাপা”য় প্রতিযোগিতা করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন মাঈনুল আহসান নোবেল। তবে এরপর যতই দিন গেছে তার প্রতি ঘৃণা জন্মেছে মানুষের। স্ত্রীকে নির্যাতন, মাদক গ্রহণ, গানের মঞ্চে মদ খেয়ে অস্বাভাবিক আচরণ, অনুষ্ঠানের জন্য অগ্রীম টাকা নিয়ে না যাওয়া- এমন অনেক বিতর্কিত ঘটনা ঘটিয়ে চলছেন তিনি।
কদিন আগেই গায়ক নোবেল ফেসবুকে বিয়ের খবর হালনাগাদ করেন। সেখানে তিনি জানান ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ বিষয়ে এতোদিন ফারজান আরশি বক্তব্য না দিলেও আজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিয়ের বিষয়টি আস্বীকার করেছেন।
আজ বুধবার বিকেলে ফেসবুকে ফারজান আরশি জানান, ‘আমি এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার সবকিছু স্বাভাবিক নেই। আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি তারপরও আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি সবকিছু ক্লিয়ার করার জন্য। আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবী ও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অনঅন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোড় ধরে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
এই তরুণীর অভিযোগ, ‘পরবর্তীতে নোবেল ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটি জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমাকে আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথা মতো ভয়ে পুলিশকেও মিথ্যা বলি। কারণ তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’
জিডির বিষয়ে ঢাকা মহানগর ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ ক’দিন আগে ফারজান আরশির থানায় এসে মৌখিভাবে জানান তার মেয়েকে গায়ক নোবেল জোর করে তুলে এনেছেন। তবে তিনি লিখিত কোনো অভিযোগ করেননি। পরে ফারজানা আরশি এসে জানান, তার বয়স ২২ বছর তাকে নোবেল জোর করে তুলে আনেনি। তিনি স্বেচ্ছায় নোবেলের সঙ্গে এসেছে। কিন্তু উভয় পক্ষের কেউ আমাদের কাছে লিখিত কিছু জানাননি।
পরে ফারজান আরশির আজকের স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে অভিযোগের সূত্র ধরে কোনো ব্যবস্থা পুলিশ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব।
এদিকে আজ বিকেলে আরশির স্বামী নাদিম আহমেদ তার ফেজবুক পেইজে ভিডিও আপলোড করে বলেন, আমি আরশিকে অনেক ভালোবাসি। এতগুলো বছর কেটে গেছে আমি কখনও কল্পনাও করতে পারিনি আমার বউ এমন করবে। সবকিছুই খুবই ভাল যাচ্ছিল। সে আমাকে নিয়ে ডে দিচ্ছে, পোস্ট দিচ্ছে। যথচ আমি তার স্বামী হিসেবে বুঝতেই পারিনি। হঠাৎ করে নোবেলের প্রোফাইলে এমনটা দেখে আমি হতবাক হই। আমার বউকে ডিভোর্সও দেইনি। নোবেলের প্রোফাইলে গট মেরিড দেখে আমি অবাক হয়েছি। আমার তো কোন ভুল ছিলোনা। আমি শেষ পর্যন্ত চেষ্টাটা করেছি। তাকে ফিরাতে পারিনি।