চুক্তি ভাঙল এডিডাস ও বিয়ন্সের
মেয়েটির ডাক নাম ‘কুইন বেবি’। মার্কিন এই সুপারস্টারের বয়স এখন ৪১। একাধারে একজন নৃত্যশিল্পী, গায়িকা ও গীতিকার। অন্যতম বৈশ্বিক সাংস্কৃতিক দূত ‘বিয়ন্সে’। ‘ডেনটিনিস চাইল্ড’ নামের মেয়েদের রক অ্যান্ড ব্লুজ গানের দলটির মাধ্যমে যার শুরু, সেই নারী এখন বিশ্বের অন্যতম সবচেয়ে আয় করা শিল্পী, অন্যতম সবচেয়ে বিক্রিত রেকর্ড আটিস্ট, যার প্রথম সাতটি অ্যালবাম বিলবোর্ড ২০০ অ্যালবামের তালিকায় প্রথম হিসেবে বিশ্বরেকর্ড গড়েছে। ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী বিয়ন্সের সঙ্গে বিশ্বের অন্যতম প্রধান খেলার সামগ্রী ও পোশাকের প্রতিষ্ঠান ‘এডিডাস’র চুক্তি ভেঙে গিয়েছে।
জার্মানিভিত্তিক এডিডাস ও বিয়ন্সের মধ্যে আলাদা চুক্তিই হয়েছিল। সেটির মাধ্যমে এডিডাস মিউজিক ও নারীত্বের আইকন বিয়ন্সেকে দিয়ে তার একটি পোষাকের ব্র্যান্ড ‘দ্যা আইভি পার্ক ব্র্যান্ড’টি চালু করেছিল এডিডাস। তারা দুটি পক্ষই সমঝোতার মাধ্যমে তাদের অংশীদারিত্ব সমাপ্ত করতে রাজি হয়েছেন। তাদের সঙ্গে সম্পর্তিক একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে।
এডিডাসের সঙ্গে বিয়ন্সের বহুমূল্যের এই অংশীদারিত্ব শুরু হয়েছে ২০১৮ সালে। এডিডাস আবার তার ‘আইভি পার্ক অ্যাকটিভওয়ার কালেকশন’ বিক্রি ও বিপনন শুরু করেছে। এই পাঁচটি বছর ধরে বিশ্বজুড়ে এডিডাস বিয়ন্সের জন্য তার ব্র্যান্ডের জামা, নানা ধরনের পোশাক (খাটো) ও জুতো বিক্রি ও বিপনন ও তৈরি করেছে।
তবে সৃজনশীলতার নানা দিক নিয়ে বিভিন্ন ধরনের পরিস্থিতিরও মোকাবেলা করতে হয়েছে বিশ্বের অন্যতম দুই শক্তিকে, যারা তাদের ভুবনে সেরা। অবশেষে আরো সৃজনশীল স্বাধীনতার জন্য বিয়ন্সে উন্মুখ হয়েছেন, যেখানে তিনি নতুন গন্তব্যও অনেক খুঁজছেন।
২০১৬ সালে বিয়ন্সে তার আইভি পার্ক কালেকশন প্রথম শুরু করেন ব্রিটেনের বিখ্যাত দামী পোশাকের ব্যান্ড স্যার ফিলিপ গ্রিনের জন্য। তিনি নিজের ব্র্যান্ডের পূর্ণ কতৃত্ব গ্রহণ করেন ও দুই বছর পর বিক্রির লাভের ৫০-৫০ অংশীদারিত্বের সময় তাদের সমঝোতার ইতি ঘটে ও বিয়ন্সে বেরিয়ে আসেন তার কালেকশন নিয়ে।
এরপর আবার দুটি বছরের বিরতিতে বিয়ন্সে লাভ করেন এডিডাসকে। তাদের ব্যবসা তুমুল গতিতে চলেছে ও এবারের বিশ্বকাপে আকাশ ছোঁয়া অবস্থানে গিয়েছে। তবে এই বছরের শুরুতে তিনি তার নতুন কালেকশনের জন্য একটি স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করেন ও বিশ্বের নানা প্রান্তের মানুষকে প্রদর্শন করেন তার পোশাকের মেলা।
এর পরদিন তিনি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও সেরা দুবাইয়ের ‘আটলান্টিস দ্যা রয়াল’র বিরাট অকারে চালু হওয়ার বিপুল কনসার্টটিতে গান ও নাচ প্রদর্শন করেন। তার হাতেই শুরু হলো রিসোর্টটি।
গেল সপ্তাহে ‘দ্যা ওয়াল স্টিট জার্নাল’ খবর প্রকাশ করেছে যে, বিয়ন্সের ‘আইভি পার্ক ক্রীড়াবিদ ব্র্যান্ড’টি ৫০ ভাগেরও বেশি পড়ে গিয়েছে। এডিডাস মোট ২ লাখ ৫০ হাজার মিলিয়ন মার্কিন ডলারের পণ্যাদি বিক্রির পূর্বানুমান করেছিল। তবে বিয়ন্সের ব্র্যান্ড মোটে ৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পেরেছে। এরপর তাদের চুক্তি ভেঙেছে।
মে মাসে সুইডেনের রাজধানী স্কটহোম থেকে সিরিজ কনসার্টের মাধ্যমে বিয়ন্সের ‘রেনেইসন্স ওয়াল্ড ট্যুর’ শুরু করার শিডিউল করা আছে বিয়ন্সের। ইউরোপজুড়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে এই মহাতারকা তার সফর করবেন। যেখানে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস, ব্রিটেনের রাজধানী লন্ডন, নেদারল্যান্ডের রাজধানী আমাস্টারডাম, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ এবং আরো অনেকগুলো বিখ্যাত ও প্রধান শহরে গান পরিবেশন করবেন।
উত্তর আমেরিকাতে তিনি তার গানগুলো নিয়ে আবার ফিরে আসবেন এই কনসার্টগুলোতে। কানাডাতেও তিনি থামবেন। আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর বেশিরভাগগুলোতেই কনসার্ট করবেন বিয়ন্সে। শেষ কনসার্টটি বিয়ন্সের জন্য আয়োজন করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের প্রাচীন ও ভুবন মাতানো শহর নিউ ওরলিন্সে। এর মধ্যে এডিডাসকে ছেড়ে দিলেন তিনি ও তারা সরে গেলেন।
ওএফএস/এএস