বইমেলায় শিরোনামহীনের অ্যালবাম
অমর একুশে বইমেলায় আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর সপ্তম অ্যালবাম। এর নাম ‘দ্য অনলি হেডলাইনার’। ব্যান্ডটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নেওয়া পরিকল্পনার মধ্যে এটিও অন্যতম চমক।
বিষয়টি নিশ্চিত করেছেন শিরোনামহীনের দল প্রধান জিয়াউর রহমান। আগামী ১৫ ফেব্রুয়ারি ৪৩-৪৬ নম্বর স্টলে শিখা প্রকাশনী থেকে প্রকাশিত হবে অ্যালবামটি।
২৫ বছর পূর্তি উপলক্ষে ‘দ্য অনলি হেডলাইনার’ শিরোনামে কনসার্ট করে শিরোনামহীন। সেখানে ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করে ভারতের ‘সিম্ফনি অর্কেস্ট্রা’। কনসার্টে শিরোনামহীনের পাশাপাশি দেশের অন্যান্য ব্যান্ডের সদস্যরাও অংশ নিয়েছেন। কনসার্টে লাইভ পারফরম্যান্সের ২০টি গানসহ সর্বমোট ২২টি কনটেন্ট নিয়ে তৈরি হয়েছে নতুন এ অ্যালবাম।
দেশে প্রথমবারের মতো লাইভ পারফরম্যান্সভিত্তিক অ্যালবাম আসতে চলেছে বই আকারে। বইয়ের পাতায় থাকবে গান, গানের কথা এবং গানের পেছনের গল্প। সেই সঙ্গে শিরোনামহীনের ২৫ বছরের পথচলার দীর্ঘ ভ্রমণের গল্পও স্থান পাবে এতে।
অ্যালবামে গান ছাড়াও থাকবে ইউটিউব লিঙ্কের কিউআর কোড, যা স্ক্যান করলেই শ্রোতারা ২৫ বছর পূর্তির কনসার্ট দেখতে পারবেন। অ্যালবামটি ঘরে বসেও রকমারি ডটকমের মাধ্যমে সংগ্রহ করা যাবে বলে জানান জিয়াউর রহমান।
এএম/এসজি