গীতিকবি বিশু শিকদারের সন্তানদের দায়িত্ব নিলেন জেমস
নগর বাউল জেমসের কণ্ঠে ‘দুষ্টু ছেলের দল’ গান শোনেননি এমন শ্রোতা পাওয়া মুশকিল। এমন গানসহ জেমসের জন্য অনেক গান লিখেছেন গীতিকবি বিশু শিকদার। গত ২১ জানুয়ারি তিনি মারা গেছেন। নড়াইলের লোহাগড়ায় নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গীতিকবি।
এবার জেমস ঢাকা থেকে ছুটে গেলেন বিশু শিকদারের লোহাগড়ার ধোপাদাহ গ্রামে। দেখা করলেন বিশুর পরিবারের সঙ্গে। শুধু তাই নয়, বাবা হারানো বিশুর দুই কন্যা সুকন্যা ও জিমের সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস। তাদের পড়াশোনা, থাকা-খাওয়ার সব ব্যয় বহন করবেন এই রক তারকা। জেমসের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সংগীতাঙ্গনের সবাই।
গীতিকবি হিসেবে বিশু শিকদার বেশি কাজ করতেন জেমসের সঙ্গেই। তারা দুজন মিলে বেশকিছু কালজয়ী গান উপহার দিয়েছেন। এই তালিকায় আছে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি।
প্রসঙ্গত, বিশু শিকদার গত ২১ জানুয়ারি বিকাল ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এএম/এসজি