বিখ্যাত কিবোর্ডবাদক মার্টিন ডুফি মারা গেছেন
বিখ্যাত কিবোর্ডবাদক মার্টিন ডুফি মঙ্গলবার (২০ ডিসেম্বর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি বিখ্যাত ইংরেজ ব্যান্ডদল ‘প্রাইমাল স্কিম’র নামকরা কিবোর্ডবাদক ছিলেন।
অসাধারণ এই কিবোর্ডবাদক বাসা থেকে পড়ে মাথায় আঘাত পান এবং তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। সেই রোগ সারেনি তার। পরিবারের সদস্যদের পরিবেষ্টনে মারা যান এ গুণী কিবোর্ডবাদক। মৃত্যুর সময় পাশে ছিলেন ছেলে লুই, তার মা, ভাইয়েরা।
এর আগে ‘ফেল্ট’র হয়েও জয় করেছেন সবার মন। তাদের কিবোর্ডগুলোর অসাধারণ স্রষ্টা মার্টিন ডাফির মারা যাওয়ার খবর প্রকাশ করে প্রাইমাল স্কিমের প্রধান ববি গিলেস্পি বলেন, ‘সে আমাদের একজন আত্মার ভাই ছিল। ছিল খুব বিশেষ চরিত্র।’
‘গভীর আত্মদার্শনিকতার মাধ্যমে সে সুরকে ভালোবাসতো, সংগীতকে বুঝত। তার কাছে গান ও সুর মানেই সব। আমাদের সবার মধ্যে মার্টিন ছিল সবচেয়ে ভালো সংগীতপ্রতিভা। তার স্টাইলের সঙ্গে দেশের গান, ভালোবাসা ও সুখের গান, আত্মনিবেদন মিশ্রিত হয়েছে। ফলে সে আমাদের কাছে ছিল একটি ঈশ্বরপ্রদত্ত প্রতিভা।
এ ছাড়া, তার ছিল অনন্য রসবোধ। বিমূর্ততার দিকে দ্রুত চোখ ফেরাতে পারতেন। পরবাস্তবতা ও হাস্যকর বাদনেও ছিল সিদ্ধহস্ত। কেননা তিনি গান বাজাতে ও গানের মাধ্যমে হাসতে ভালোবাসতেন। আমাদের সবার কাছে ছিল প্রিয়। একটি সুন্দর মনের মানুষ। আমরা তাকে উপলব্ধি করতে থাকব’।
একেবারে ছোট থেকে তিনি কিবোর্ডবাদনে যাত্রা করেছেন। শুনছেন বড় হতে হতে পাঙ্ক রক, টু টন, দি বিটলস, লেড জ্যাপেলিনের গান, সুর ও বাদন। বামিংহামের ছেলে, বড় হয়েছেন রেডনালে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে রক ব্যান্ডের ধারা ১৯৭০ থেকে ১৯৮০’র প্রধানত, ‘ইন্ডি রক’ ধারার ব্যান্ডদল ফেল্ট-এ যোগ দিলেন মার্টিন ডাফি ১৯৮৫ সালে।
তিনি তাদের কিবোর্ডবাদক। ফেল্টের সামনের মানুষ লরেন্স পরে বলেছেন, ‘বামিংহামের ভার্জিনে আমি একটি নোটিশ দিয়েছিলাম, তুমি কী একজন রক ‘ন’ রোল তারকা কিবোর্ডবাদক হতে চাও?’ আমাকে তাকে নিয়ে এসে বলা হলো, ‘আমি এই কিবোর্ডবাদককে চিনি। সে ১৬ বছরের, মাত্র স্কুল ছেড়েছে।’ এর পর থেকে ফেল্টে কাজ করতে লাগলেন তিনি। মাঝখানে প্রাইমাল স্কিম ব্যান্ডদলে তাদের ১৯৯১ সালের ‘স্কিমমাডেলিকা’ নামের অ্যালবামের জন্য কাজ শুরু করেছেন। তাদের মোট দুটি অ্যালবামে কাজ করেছেন আমন্ত্রিত কিবোর্ডবাদক।
পুরোপুরিভাবে চলে এলেন ১৯৮৯ সালে ফেল্ট ব্যান্ড হিসেবে বিলুপ্ত হওয়ার পর। প্রতিষ্ঠাতা সদস্য রব কলিন্স কার দুর্ঘটনায় মারা যাওয়ার পর তিনি ‘দ্য শালেটনস’-এ কাজ করেছেন। ওয়েসিসের সবগুলো গান ১৯৯৬ সালে তিন সপ্তাহে শিখে তাদের সঙ্গে কাজ শুরু করেছেন। তারা পারফর্ম করেছেন ওয়েসিসের বিখ্যাত নেবোর্থ কনসার্টগুলোতে। তাদের পঞ্চম অ্যালবাম ‘টেলিন’ স্টোরিজ’-এ ছিলেন কিবোর্ডবাদক।
তিনি রক সুপারগ্রুপ ‘দ্য চ্যাভস’-এ কাজ করেছেন ২০০৪ সালে সমালোচকদের দারুণভাবে পছন্দ মার্কিন গায়িকা হাইডি ব্যারি, ব্রিটিশ গায়কা ব্রেথ ওরটন এবং ব্রিটিশ দুই ভাইয়ের ইলেকট্রিক গানের দল ‘দ্য কেমিক্যাল ব্রাদাস’র রেকর্ডিংগুলোতে সাহায্য করেছেন নিজে বাজিয়ে। তার একটি সলো অ্যালবাম আছে ‘অ্যাসোরটেড প্রমেনাডস’, বের করেছেন ২০১৪ সালে।
তিনি সাউন্ডট্র্যাক করেছেন, বিখ্যাত হয়েছে, ‘দ্য লাফিং কিং’, ২০১৬ সালে বেরিয়েছে। পরের বছর অরেকটি ছবি বেরিয়েছে তার, ‘ওয়াইল্ড রোজ’। প্রখ্যাত স্কটিশ সংগীত ব্যক্তিত্ব এডউইন কলিন্সের সঙ্গে তিনি তার ট্যুরগুলোতে পারফর্ম করেছেন। বেটা ব্যান্ড’র স্টিভ ম্যাসনের সঙ্গেও ট্যুর কনসার্টগুলো করেছেন। তার শেষ পারফরমেন্স ছিল বিনা প্রস্তুতির এবারের অক্টোবরের মাকিন ব্যান্ড ‘পেরি উবু’তে।
ওএফএস/