‘বাংলার গায়েন সিজন ২’র চ্যাম্পিয়ন বাঁধন মোদক
আরটিভি আয়োজিত সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন ২’-এর চ্যাম্পিয়ন হয়েছেন সিলেটের হবিগঞ্জের ছেলে বাঁধন মোদক। আয়োজনে যৌথভাবে রানারআপ হয়েছেন সাথী ও শান্তা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হয়েছে এর গ্র্যান্ড ফিনালের আয়োজন। এই রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা ও কবির বকুল।
রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির নিজস্ব স্টুডিওতে আয়োজিত গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে আরও উপস্থিত ছিলেন আরটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, বেঙ্গল সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম টিপু, বেঙ্গল সিমেন্টের চিফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী, কিংবদন্তি শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, বাউল শফি মন্ডল, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিবসহ দেশের অনেক তারকা শিল্পী।
আরজু আহমেদের প্রযোজনায় পুরো আয়োজনে উপস্থাপনায় ছিলেন মাহমুদা মাহা।
অনলাইনে ‘বাংলার গায়েন সিজন ২’-এর দেশি এবং বিদেশি প্রতিযোগীদের আবেদন জমা হয় ২৭ হাজারের বেশি। সেখান থেকে বাছাইকৃত ৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে ১৫০ জন নিয়ে স্টুডিও অডিশন রাউন্ড শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৬ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।
চূড়ান্ত প্রতিযোগিতার এই পর্বে ৬ জন ফাইনালিস্টের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন দেশের তরুণ ৬ সঙ্গীতশিল্পী নোলক, রন্টি দাস, রাশেদ, কিশোর, আশিক ও কোনাল।
এএম/এসজি