আলবেনিয়ার নাগরিকত্ব পেলেন ডুয়া লিপা
আলবেনিয়ার নাগরিকত্ব পেয়েছেন ডুপা লিপা। দেশটির জন্য আন্তর্জাতিক সচেতনতা ছড়ানোয় তার নাগরিকত্ব অনুমোদন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) আলবেনিয়ার ১১০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলবেনিয়ান ও ইংরেজ গায়িকা লিপাকে নাগরিকত্ব দেওয়া হয়।
দেশটির রাষ্ট্রপতি বাইরাম বেগাই বলেন, ‘আমাদের আলবেনিয়ার অভিবাসী বাবা-মায়ের সন্তান ডুয়া লিপা আলবেনিয়াকে গর্বিত করেছেন। আমি এক এবং একমাত্র ডুয়া লিপাকে আলবেনিয়ার নাগরিকত্ব দিতে পেরে খুশি হয়েছি। লিপা তার বৈশ্বিক পেশাজীবনের মাধ্যমে ও আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়াদিতে যুক্ত হয়ে দেশবাসীকে গর্বিত করেছেন।’
এদিকে নিজের জন্মভূমির নাগরিকত্ব পেয়ে লিপা টুইট বার্তায় লিখেন, ‘এ এক সম্মান।’
লিপার পরিবার জাতিগতভাবে কসোভা আলবেনিয়ান। তার জন্ম ১৯৭৬ সালে লন্ডনে। কসোভো আলবেনিয়ার সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী। ২০১৬ সালে লিপা ও তার বাবা আলবেনিয়ায় যারা নানাভাবে সংগ্রাম করছেন তাদের আর্থিক সহায়তার জন্য ‘দি সানি হিলস ফাউন্ডেশন’ নামের একটি অলাভজনক এবং স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্টের জন্য সোমবারই রাজধানী তিরানাতে পৌঁছান লিপা। তিনি জন্মভূমির জন্য তার কনসাটটি উৎসর্গ করেন।
ওএফএস/এসজি