‘৫০তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’-এ টেইলর সুইফটের জয়জয়কার
‘৫০তম আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড’ সুপারস্টার মার্কিন গায়িকা টেইলর সুইফটময় হয়েছে। তিনি যে ছয়টি বিভাগে মনোনীত হয়েছেন, সবগুলো জয় করেছেন। বছরের সেরা শিল্পী, রাতটির সেরা সম্মানিত (দি নাইটস টপ অনার)ও হয়েছেন। তিনি এই এএমএ’র মোট ৪০টি পুরস্কারজয়ী।
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের সুবর্ণজয়ন্তী পুরস্কার প্রদান করা হলো গতকাল, রবিবার রাতে মাইক্রোসফট থিয়েটারে। আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেমা ও টিভি শিল্পের কেন্দ্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণের শহর লস অ্যাঞ্জেলসে। তাদের উৎসব ও পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ৫০ বছর বা সুবর্ণজয়ন্তী। বর্ণাঢ্য আয়োজনের প্রযোজনা করেছে ‘ডিক ক্লার্ক প্রডাকশনস’ এবং ‘এবিসি’।
উপস্থাপনা করেছেন কালো, তাৎক্ষণিক মঞ্চাভিনয়ের অন্যতম অভিনেতা, টিভি ব্যক্তিত্ব, কৌতুকাভিনেতা, অভিনেতা ও গায়ক ওয়েইন ব্রেইডি।
তারকাখচিত আয়োজনটি একে তো তাদের ৫০, অন্যদিকে বরাবরের মতো ভক্তদের ভোটে সঙ্গীত ভুবনের সেরাদের নির্বাচন করা হয়েছে।
আমেরিকা মহাদেশের শিল্পীদের সেরা নিবাচনের বার্ষিক ও অন্যতম উৎসবে এবার সবচেয়ে মনোনয়ন লাভ করেছেন পুয়ের্তোরিকোর গায়ক বাদ বানি। তিনি দুটি বিভাগে সেরা হয়েছেন-‘সেরা লাতিন পুরুষ শিল্পী’ ও সবচেয়ে জনপ্রিয় লাতিন গানের অ্যালবাম-‘উন বেরানো সিন তি’।
এবারের উৎসব মঞ্চে পারফম করেছেন-পিঙ্ক, তার হাতেই শোর শুরু হয়েছে। নারী আরও ছিলেন দোভে ক্যামেরন, বিবি রেক্সা। পুরুষ গায়ক লিল বেবি, ব্যান্ডদল ইমাজিন ড্রাগনসসহ অন্যরা।
‘আইকন অ্যাওয়ার্ড এএমএ’ জয় করেছেন ১৭ বারের পুরস্কারজয়ী লায়নেল রিচি। ৭৩ বছরের মার্কিন এই পুরুষ সুপারস্টারকে তার সংগীত ভুবনে আজীবনের স্বীকৃতি হিসেবে পুরস্কারটি প্রদান করা হয়েছে। তার সম্মানে কজন নামী শিল্পী পারফর্ম করেছেন। ১৯৮৮ সালের পর প্রথম ব্রিটিশ সুপারস্টার রকেট ম্যান এলটন জন ‘সবচেয়ে দীর্ঘকাল রেকর্ড আর্টিস্ট’ হিসেবে তার স্বীকৃতি লাভ করেছেন।
বছরের সেরা শিল্পী হয়েছেন ‘টেইলর সুইফট’ ও ‘দোভে ক্যামেরন’ (দুজনই নারী)। বছরের সেরা নতুন শিল্পী ‘দোভে ক্যামেরন’। সেরা পুরুষ পপ শিল্পী-‘হ্যারি স্টাইলস’। সেরা নারী পপ শিল্পী-‘টেইলর সুইফট’। বছরের সেরা পপ জুটি বা দল-‘বিটিএস’। সেরা পপ অ্যালবাম-টেইলর সুইফটের (রেড), টেইলর’সর ভাসন। সেরা পপ গান-হ্যারি স্টাইলসের ‘অ্যাজ ইট ওয়াজ’। সেরা মিউজিক ভিডিও-‘অল টু ওয়েল’।
সেরা পুরুষ কান্ট্রি মিউজিশিয়ান-‘মর্গান ওয়ালেন’। সেরা নারী কান্ট্রি মিউজিশিয়ান-‘টেইলর সুইফট’। সেরা কান্ট্রি দল জুটি-দুজনেই পুরুষ-‘ডান অ্যান্ড শেই’। বছরের সবচেয়ে জনপ্রিয় পুরুষ হিপ-হপ শিল্পী-‘ক্যানড্রিক লেমার’। বছরের সবচেয়ে জনপ্রিয় নারী হিপ-হপ শিল্পী-‘নিকি মিনাজ’।
ওএফএস/এমএমএ/