বব ডিলানের প্রেমপত্র ৬ লাখ ৬৯ হাজার ডলারে বিক্রি
২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী গায়ক ও গীতিকার বব ডিলানের কিশোর বয়সের প্রেমপত্রগুলো সারা বিশ্বের গানের মানুষদের মধ্যে সাড়া ফেলে ৬ লাখ ৬৯ হাজার ৮শ ৭৫ মার্কিন ডলারে বিক্রি হয়ে গেল।
বব জিনারম্যান আসল নামে বব ডিলান তার অল্প বয়সের প্রেমিকা বারবারা অ্যান হিউয়েটের সঙ্গে চিঠিগুলো লিখেছিলেন।
১৫০ পাতার এই প্রেমপত্রগুলোর মোট ৪২টি বব ডিলানের নিজের হাতে লেখা। সবগুলো প্রেমপত্রই তারা একে অন্যকে হাতে লিখতেন। তারা তখন মাধ্যমিক বিদ্যালয়ে পড়তেন। বব ডিলান তখন সংগীত সাধনা করতেন।
এই অভূতপূব সংগ্রহশালাটি বিক্রি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টননির্ভর নিলাম প্রতিষ্ঠান আর আর অকশন। তারা অনন্য স্মারকগুলো বিক্রির জন্য খ্যাতিমান।
এই প্রেমপত্রগুলোর মাধ্যমে জানা গিয়েছে, বব জিবারম্যান ১৯৫৮ সালেই নিজের নামটি বদলে ফেলার স্বপ্ন দেখছেন। তিনি তার জীবনে মিলিয়ন রেকর্ডস বিক্রির বাসনায় বুদ।
তিনি তার গানের জীবনের বাসনাগুলো তার সেই প্রেমিকার সঙ্গে বিনিময় করেছেন। তিনি স্থানীয় কিশোর গায়ক অন্বেষণ প্রতিযোগিতাকে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। ছোট, ছোট কবিতা লিখেছেন। অবিরামভাবে হিউয়েটকে পাওয়ার জন্য তার উদগ্র বাসনাগুলো বলছেন।
এ ছাড়া, আর, আর অকশন জানিয়েছে, অনেকগুলো ভালোবাসা দিবসের কার্ডও আছে বব ডিলানের পাঠানো এবং নিচে তিনি স্বাক্ষর ও তার ভালোবাসার কথা উল্লেখ করে কটি বাক্যও বিনিময় করেছেন নিজের তরফে।
বব ডিলানরা তার মায়ের জন্মভূমি যে হিবিং শহরে থাকতেন, সেখানেই জন্মেছেন তার সেই সময়ের প্রেমিকা হিউয়েট। তিনি তার সমবয়সী, ১৯৪১ সালেই জন্ম। ববের জন্মদিন হলো ২৪ মে। এই মিনেসোটা অঙ্গরাজ্যের আরেকটি শহর ডুলুথে জন্মেছেন বব ডিলান। কিশোরকালে শুরুতে ইতিহাসের ক্লাসে তার সঙ্গে প্রথম দেখা হয়েছে হিউয়েটের।
তারা প্রথম প্রেমিক-প্রেমিকার মতো সঙ্গ বিনিময় করেছেন নববর্ষের আগের দিনে, ১৯৫৭ সালে। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল ১৯৫৯ সাল পর্যন্ত।
২০২০ সালে মারা যাওয়ার আগ পর্যন্ত বব ডিলানের প্রেমপত্রগুলো নিজের কাছে স্বযত্নে রেখে দিয়েছিলেন তার কিশোরী প্রেমিকা।
১৯৭৪ সালের ১০ জানুয়ারি বব ডিলানকে আরও বেশি মানুষের কাছে পরিচিত করতে এবং তার তুমুল খ্যাতির জীবন শুরু করিয়ে দিতে নামকরা সংগীতবিদদের কনসার্টটি হয়েছে টরোন্টোর ম্যাপল লিফ গার্ডেনে। এরপর থেকে আর কোনোদিন তাকে পেছনে ফিরতে হয়নি। তারা বব ডিলানের ‘ডিজায়ার’ অ্যালবামটির জন্য কাজ করেছিলেন। কনসার্টে আছেন-জোয়ান বয়েজ, রজার ম্যাগুইন, জনি মিচেল, রনি ব্লেইকলি, রামব্লিন’ জ্যাক এলিয়ট, বব নিউয়েথ, স্কারলেট রিভেরা, রব স্টোনার, হাউই ওয়ায়েথ, মিক রনসন। তারা দুই দফায় মোট ৫৭টি কনসার্ট করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূব ও কানাডাতে প্রথম সিরিজ হলো ১৯৭৫ ও পরেরটি আমেরিকার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে গ্রীস্মকালে ১৯৭৬ সালে। তাদের দলটির নাম ছিল ‘রোলিং থান্ডার রিভিউ’। তাদের সঙ্গে কাজ করেছেন অ্যানেল গিন্সবার্গও।
ওএফএস/এমএমএ/