’২০২২ জিকিউ ম্যান অব দ্য ইয়ার’
দক্ষিণ কোরিয়ার অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক লি জুং-চে, মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি, তার স্বদেশী অভিনেতা ও ব্রিটেনের নাগরিক অ্যান্ড্রু গারফিল্ড, ব্রিটেনের জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিও উইলিয়ামসন ও একই দেশের য্যাপ গায়ক স্ট্রমজি এবারের ‘২০২২ জিকিউ ম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার লাভ করেছেন।
লন্ডনে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন বিশ্বখ্যাত পুরুষ মাসিক ম্যাগাজিনটি তাদের বর্ষসেরা মানুষের পুরস্কারগুলো প্রদান করেছে। তারা ফ্যাশন ও স্টাইল ম্যাগাজিন।
বিশ্বের বিনোদন, সংস্কৃতি ও খেলার ভুবনের নতুন ৩০ জন মানুষকে পুরস্কারগুলো প্রদান করেছে ১৯৩১ সাল থেকে প্রতিষ্ঠিত ম্যাগাজিনটি।
তারা এবার তাদের ২৫তম জিকিউ ম্যান অব দ্য ইয়ার পুরস্কার দিয়েছেন। এ অনুষ্ঠানে স্পেশাল ডিনারেরও আয়োজন ছিল।
অনুষ্ঠানটির আয়োজক ও জিকিউ’র উপ-প্রধান বৈশ্বিক সম্পাদক অ্যাডাম বাইডাওয়েই বলেছেন, ‘ব্রিটেনে আমাদের জিকিউর এবার ২৫তম পুরস্কার প্রদান উৎসব হচ্ছে। আমার প্রথম পুরস্কার প্রদানের আয়োজন চলছে। কিছু নতুন আয়োজন, কিছু আনন্দ ও আমাদের মূল্যবোধের কিছু বিস্তারের এই আয়োজন। আমরা অনেক অবিশ্বাস্য, মেধাবী মানুষদের সঙ্গে একবার কাজ করেছি। আমরা তাদের সবাইকে আনন্দ আয়োজনের মাধ্যমে একটি ঘরের ভেতরে নিয়ে আসতে চেয়েছি।’
এবার আরো পুরস্কার জয় করেছেন, ইংরেজ অভিনেতা ও প্রযোজক বেন উইনশ, ব্রিটিশ-আমেরিকান প্রামাণ্যচিত্র নির্মাতা লই থুরু, অলিম্পিক ম্যারাথন বিজয়ী ব্রিটেনের মো ফারাহ ও হাউজ অব ড্রাগন সিনেমার বিখ্যাত অভিনেত্রী অ্যামা ড’রসি।
মো ফারাহ তার অনুভূতিতে বলেছেন, ‘আমি বিশেষ নাগরিকদের সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে আছি। পেছনে ও সামনে তাকাচ্ছি এবং এগিয়ে চলছি। এই আয়োজনটি ভালোভাবে হচ্ছে বলে দেখতেও ভালো লাগছে। আমরা সবাই একত্র হচ্ছি এবং আনন্দ করছি।’
ওএফএস/