১০ মাস পর কনসার্টে ফিরছেন ‘এডেল’
সংগীত তারকা ‘এডেল’ তার লাসভেগাসের কনসার্টগুলো শুরু করতে যাচ্ছেন শুক্রবার থেকে। ১০ মাস আগে তিনি কভিড-১৯ মহামারি রোগের কারণে একেবারে শেষ মিনিটে তার শোগুলো বাতিল করেছিলেন।
ব্রিটিশ এই গায়িকা ও গীতিকার তার এই জানুয়ারিতে শো বাতিলের পর অনলাইনের নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হয়েছেন কিছু ভক্তের কাছ থেকে, যারা এর মধ্যে নেভাদাতে কনসার্টগুলো দেখার জন্য চলে এসেছিলেন। তারা আসার সময় বলেছিলেন, ‘ছুটির দিনগুলো এডেলের সঙ্গে’।
মার্কিন অভিনেতা ডনিনিক ক্রিসিনিনো যখন খবরটি শুনেছিলেন, তখন নিউ ইয়র্ক এয়ারপোর্টে ছিলেন, তিনি যেকোনোভাবে লাসভেগাসে যেতে চলেছিলেন। তিনি তার ভ্রমণ বাতিল করেছিলেন গায়িকাকে ফেসটাইমের মাধ্যমে ‘হ্যালো’ বলে।
তিনি অবশেষে এই ছুটির দিনে তাকে দেখার জন্য আবার যাচ্ছেন, যখন এডেল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন, তিনি থাকবেন সিজার’স প্যালেস হোটেলে।
তিনি বলেছেন, ‘আমি সত্যিকারভাবে সেখানে কয়েক ঘন্টার মধ্যে যাচ্ছি। বেশিরভাগ সময় আমি ভাবি ও চেষ্টা করি ভালো কিছু ঘটছে, সবকিছু ভালোভাবে চলছে।’
‘এখন সেখানে যাবার সুযোগ ঘটলো বলে আমাদের তাকে দেখারও সুযোগ ঘটছে। ফলে সবাই সামনের দিকে তাকিয়ে আছি। আমাদের তার কন্ঠস্বর শোনা ও এই কনসার্ট দেখার সুযোগ এলো, যেজন্য আমরা অপেক্ষা করে ছিলাম।’
এডেলের লাসভেগাস কনসার্টের জন্য এখন অনলাইনেও টিকিট বিক্রি হচ্ছে।
ওএফএস/