শুভ জন্মদিন রুনা লায়লা
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার জন্মদিন আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর)। জীবনের ৬৯ বসন্ত পেরিয়ে ৭০ বছরে পা দিলেন এই নন্দিত গায়িকা।
এই দিনটিকে ঘিরে পরিবারের পাশাপাশি চ্যানেল আই এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। জন্মদিনে তিনি ভক্তদের মুখোমুখি হবেন তারকা কথন পর্বে। চ্যানেল আইতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে দুপুর ১২টা ৩০মিনিট থেকে ঘণ্টাব্যাপী। এই অনুষ্ঠানে রুনা লায়লা বলবেন তার সংগীত জীবনের নানা স্মৃতিকথা। রেড কার্পেটে হেঁটে চ্যানেল আইয়ে প্রবেশ করবেন রুনা লায়লা।
জন্মদিনে বাড়তি আনন্দ যোগ করতে এবং তার প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করে উপহারস্বরূপ তৈরি হয়েছে নতুন একটি গান। যে গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের চার শিল্পী।
গানটি লিখেছেন হাসনাত করিম পিন্টু, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, শব্দগ্রহণ সংমিশ্রণ আজম বাবু। অনুষ্ঠানটি প্রযোজক অনন্য রুমা। তারকা কথন অনুষ্ঠানে গানটি প্রচার হবে।
এ ছাড়া প্রতি বছরের মতো এবারের জন্মদিনও পরিবারের সবার সঙ্গে উদযাপন করবেন রুনা লায়লা।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে তার জন্ম। রুনার বয়স যখন আড়াই বছর, তখন তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে।
১৯৭৪ সালের শুরুতে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের সিনেমায় প্রথম প্লেব্যাক করেন রুনা লায়লা। ক্যারিয়ারে প্রথম ছোটবেলায় প্লেব্যাক করেন পাকিস্তানের ‘যুগ্নু’ সিনেমায়।
দীর্ঘ পাঁচ দশকে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন নন্দিত এই শিল্পী। গানের মাধ্যমে বাংলাদেশকে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। লোকজ, পপ, রক, গজল, আধুনিকসহ সব ধরনের গানই গেয়েছেন তিনি।
বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি, পাঞ্জাবিসহ ১৮ ভাষায় রুনা লায়লার কণ্ঠে গান শুনেছেন শ্রোতারা। তার গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি। সংগীতজীবনে এরই মধ্যে বর্ণাঢ্য ৫০ বছর পূর্ণ করেছেন এই কণ্ঠশিল্পী।
চলচ্চিত্রের গানে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা । এ ছাড়া পেয়েছেন অসংখ্য পুরস্কার।
গানের বাইরে সিনেমায় অভিনয়ও করেছেন রুনা লায়লা। তার অভিনীত সিনেমার নাম ‘শিল্পী’। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক আলমগীরের বিপরীতে অভিনয় করেন তিনি। রুনা লায়লা তিনবার বিয়ে বন্ধনে আবদ্ধ হন। প্রথমবার তিনি খাজা জাভেদ কায়সারকে বিয়ে করেন। দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রন ড্যানিয়েলকে বিয়ে করেন। ১৯৯৯ সালে কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই গায়িকা। তার এক কন্যা-তানি লায়লা।
এএম/আরএ/