অর্থহীনের অদ্ভুত সেই ছেলেগুলোর আপডেট
গেল বছর ‘বিবিএমএফসি গেট টুগেদার ২০২১’-এ অনেকগুলো ঘোষণা এবং পরে ‘ঢাকা রক ফেস্ট ২.০’র মাধ্যমে লাইভ পারফরমেন্সে ফিরেছে সুপারহিট ব্যান্ডদল ‘অর্থহীন’। সেই থেকে সুমনের ব্যান্ড স্টেজ ও স্টুডিওতে অনেকটাই সরব। রক ফেস্ট ২.০’র পর তার দল পারফর্ম করেছে বেশ কয়েকটি কনসার্টে। প্রতিটিতেই ভক্তদের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে-অর্থহীনের জন্য ভালবাসায় সামান্যতম ঘাটতি আসেনি, বরং শ্রোতাদের কলরব দিনকে দিন বেড়ে চলেছে।
সময়ের টানে ও ভক্তদের বিশাল আহবান সামাল দিতে ‘অর্থহীন’ এবার যোগ করেছে নতুন-পুরনো বেশকিছু মুখ। তাদের নিয়ে ‘অর্থহীন ম্যানেজমেন্ট টিম’।
স্টেজ ও স্টুডিওর ভেতরে এবং বাইরে অর্থহীনের বিভিন্ন কার্যকলাপের দায়িত্বে কাজ করবে দলটি।
পাবলিক রিলেশন ও ব্যান্ড ম্যানেজমেন্টে থাকবেন ‘এবিসি রেডিও’র সাবেক হেড অব অপারেশনস ‘এহসানুল হক টিটো’। অর্থহীন ব্যান্ডের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সাধারণ উপস্থিতির আয়োজন এবং বিকাশ করবেন। তার ফোন নম্বর হলো-০১৩২৪৪০৯০৯০. এজন্য ফেসবুক আইডি হলো-https://www.facebook.com/altokore.
বুকিং এজেন্ট হলো ‘গেট সেট রক’। কনসার্টের জন্য বুকিং এবং তাদের পণ্যগুলো সরাসরি কিনতে পারবেন। ওয়েবসাইটে ঠিকানাটি হলো-https://getsetrock.com/contact-us. এজন্য কল করতে পারেন সরাসরি ০১৭৪৬৮৩৬১৭৬ নম্বরে।
স্টেজ অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্ট আবদুল্লাহ-আল-আমিন। স্টেজে অর্থহীনের সকল নিরাপত্তা ও সব ধরনের প্রয়োজনের ব্যাপারে সরাসরি চোখ থাকবে তার। আবদুল্লাহ-আল-আমিন আগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন ‘আর্বোভাইরাস’র মত বেশ কিছু নামকরা ব্যান্ডের সঙ্গে। তাকে ফোন করতে পারেন-০১৭৯৬২৫৬২৫৪। তাদের সবার কাছ থেকে সমান সাহায্য পাওয়া যাবে প্রয়োজনে বলেছেন টিটো।
তিনি বলেছেন, ব্যস্ত সময় ‘অর্থহীন’ যেমন উপভোগ করছে, তেমনি ব্যস্ততার মাঝে যেন কাজের কোনো অংশের গুরুত্বে ভাটা না পড়ে যায়, সেজন্য তাদের মনোযোগ তীক্ষ্ম। প্রমাণ অর্থহীন পরিবারের নতুন ম্যানেজমেন্ট টিম সংযুক্তি।
ওএফএস।