আজীবন সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিম প্রান্তের শেখ রাসেল সেনানিবাসে। ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারকাবহুল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আজীবন সম্মাননা।
এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
বরেণ্য এই শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। সনদপত্র তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অর্থমূল্য চেক তুলে দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং উত্তরীয় পরিয়ে দেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার রেনী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মোহাম্মদ খুরশীদ আলম, নকিব খান, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মমতাজ, মানাম আহমেদ, শামা রহমান, শুভ্র দেব, শফি মন্ডল, অণিমা রায়, হাবিব ওয়াহিদ, সিঁথি সাহা, ইমরান, ঝিলিক, সায়রা রেজা, কিশোর, রাশেদ, নিশিতা বড়ুয়া, অঙ্কন, সুজন আরিফ প্রমুখ।
বিভিন্ন পারফরমেন্সে অংশ নেন নুসরাত ফারিয়া, সিয়াম, দীঘি, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর, সুমী, আদর আজাদসহ আরও অনেকে।
আজীবন সম্মাননা পেয়ে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘যেকোনো পুরস্কারই অনেক সম্মানের। বিশেষ করে এমন একটি আয়োজনে আজীবন সম্মাননা পেয়ে আমি আনন্দিত। আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি জীবনের শেষ দিন পর্যন্ত সবাইকে গান শুনিয়ে যেতে চাই।’
এএম/এমএমএ/