আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে গান
কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। গিটার, কণ্ঠ ও সুরের জাদুতে চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে গেছেন। যে গানগুলো প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে আছে। বিভিন্ন বিষয়ে নানান গল্পের বিভিন্ন গানও উঠে এসেছে তার কণ্ঠে। তবে ‘বৃদ্ধাশ্রম’ নিয়ে একটি গান করতে চেয়েছিলেন প্রয়াত এই তারকা। কিন্তু সেটা তিনি করে যেতে পারেননি।
গীতিকবি হিসেবে আইয়ুব বাচ্চুর কাছের ছিলেন বাপ্পী খান। তাকে নির্দেশনাও দিয়েছিলেন এমন একটি বিষয়ে লেখার জন্য। কিন্তু গানটা পূর্ণতা পাওয়ার আগেই রূপালি গিটার ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।
আইয়ুব বাচ্চুর মৃত্যুর চার বছর পর তার ইচ্ছার পূর্ণতা পাচ্ছে। গানটি গেয়েছেন তরুণ গায়ক বিজয় মামুন। সুর-সংগীতও তারই। এবি’র চতুর্থ মৃত্যুবার্ষিকী (১৮ অক্টোবর) উপলক্ষে তাকে উৎসর্গ করে সোমবার (১৭ অক্টোবর) রাতে প্রকাশ পেয়েছে বাপ্পী খানের লেখা এই বিশেষ গানটি। যার নাম ‘আমার ডায়েরিটাতে’।
এ সম্পর্কে বাপ্পী খান বলেন, ‘আইয়ুব বাচ্চু ভাইয়ের নির্দেশনা অনুযায়ী এই গানটি লিখেছিলাম ২০১৮ সালের ১১ মার্চ। তার ঠিক ৭ মাসের মাথায় ১৮ অক্টোবর বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। তাই তখন আর গানটি করা সম্ভব হয়নি। বাচ্চু ভাইয়ের সেই ইচ্ছের গান এবার করতে পেরে ভালো লাগছে। আরও ভালো লাগতো বাচ্চু ভাইকে যদি গানটি শোনাতে পারতাম।’
এলআরবি ও একক মিলিয়ে আইয়ুব বাচ্চুর জন্য সবচেয়ে বেশি গান লিখেছেন বাপ্পী খান। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘এখন অনেক রাত’। গানের সুবাদে দীর্ঘদিন এবি’র সান্নিধ্য পেয়েছিলেন। অন্যদিকে বিজয় মামুনও আইয়ুব বাচ্চুর স্নেহধন্য।
আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ এই গানটি প্রকাশ হয়েছে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করা হয়েছে।
আইয়ুব বাচ্চুর জন্ম ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে। এগারো বছর বয়সে বাবার কাছ থেকে একটি গিটার উপহার পান। সেই থেকেই শুরু।
২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান আইয়ুব বাচ্চু।
এএম/এমএমএ/