আবারও বাদ পড়লেন রূপঙ্কর
বলিউডের জনপ্রিয় গায়ক কেকে সম্পর্কে মন্তব্য করে তুমুল বিতর্কের মধ্যে পড়েছেন কলকাতার গায়ক রূপঙ্কর বাগচী। বিশেষ করে কেকের আকস্মিক মৃত্যুতে আরও বেশি তোপের মুখে পড়েন রূপঙ্কর।
নেটদুনিয়ায় লাগাতার আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে। এখনও বন্ধ হয়নি তাকে নিয়ে আক্রমণ। এ কারণে একের পর এক রূপঙ্করের কাজ বাতিল হতে থাকে। আবারও কাজ থেকে বাদ পড়লেন তিনি। মিও আমোরের বিজ্ঞাপনের জিঙ্গলে কণ্ঠ দিয়েছিলেন রূপঙ্কর। একসময় তা বেশ জনপ্রিয়ও হয়েছিল। রেডিও থেকে টিভি বিভিন্ন জায়গাতেই শোনা যেত রূপঙ্করের গাওয়া সেই জিঙ্গেল।
তবে কেকের মৃত্যুর পর সেই জিঙ্গেল নিয়ে মিও আমোরের সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে অনেকেই ক্ষোভ উগরে দেন। দাবি ছিল, তারা বিজ্ঞাপনে রূপঙ্করের গলা আর শুনতে চান না। তাই লাগাতার আক্রমণের মুখে গত জুন মাসেই রূপঙ্করের গাওয়া সেই জিঙ্গেল তুলে নেয় কেক প্রস্তুতকারী সংস্থা মিও আমোর। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, তারা কেকে-কে নিয়ে রূপঙ্করের বক্তব্য মোটেও সমর্থন করে না। এবার জনতার দাবি মেনে নতুন জিঙ্গেল নিয়ে হাজির এই প্রতিষ্ঠানটি। রূপঙ্করের জায়গায় এবার নতুন জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন গায়িকা সোমলতা আচার্য। সম্প্রতি কেক প্রস্তুতকারী সংস্থা মিও আমোরের তরফে সোমলতার গাওয়া নতুন জিঙ্গেল পোস্ট করেছে। ক্যাপশনে লেখা হয়, ‘পুরোনো সুর নতুন গান, আত্মহারা মন প্রাণ। আপনাদের ইচ্ছে আর আমাদের চেষ্টা মিলিয়ে আমরা হাজির হলাম নতুন গান নিয়ে।’
এক ফেসবুক লাইভে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে সত্যিই খুব ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হল, কেকে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন, বাংলার শিল্পীরা কোনো অংশে কম নন’।
এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে অনুপম রায়, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, ব্যান্ড ক্যাকটাস এবং বাংলার অন্যান্য প্রতিভাবান শিল্পীদের নামোল্লেখ করেন রূপঙ্কর। তবে তার এই মন্তব্য নিয়ে কার্যত জনরোষের মতো পরিস্থিতি তৈরি হয় আকস্মিকভাবে কেকের মৃত্যুর পর পরই।
সূত্র: জি ২৪ ঘণ্টা
এএম/আরএ/