বেরিয়েছে বিয়ন্সের নতুন অ্যালবাম ‘রেনিইসন্স’ (রেঁনেসা)
‘ভোগ’র আইরনিক মেলোডি থেকে বিয়ন্সের নতুন ‘ব্রেক মাই সোল’ রিমিক্সে এসে ম্যাডোনা নতুন এক পদবী লাভ করেছেন।
সেটি ‘পপ কুইন’র নতুন তকমা-‘মাস্টার পিস জিনিয়াস’।
তিনি জানিয়েছেন, ‘তবে তাই হোক’।
আসল নামটি কবেই হারিয়ে গিয়েছে তার-ম্যাডোনা লুইস চিকোনি।
তার গানে কাজ করায় বিয়ন্সে ম্যাডোনাকে প্রাসঙ্গিক একটি কৃতজ্ঞতা স্বীকারও পাঠিয়েছেন। সঙ্গে দিয়েছেন একটি খুব সুন্দর ফুলের তোড়া।
‘দি কুইন্স রিমিক্স’ নামে এর মধ্যেই খ্যাতি লাভ করেছে ম্যাডোনা ও বিয়ন্সের নতুন সহযোগিতা ‘ব্রেক মাই সোল’।
সাদা কালো পোশাকে ম্যাডোনা তার ছবি দিয়েছেন নিজের ইনস্ট্রাগ্রামে।
তার বয়স এখন ৬৩। আর বিয়ন্সের তো ৪০।
তারা তাদের নতুন এই কাজ নতুনভাবে ‘ব্রেক মাই সোল’ রিলিজও করেছেন।
‘ভোগ’ নামে ম্যাডোনার অল টাইম হিটটি মুক্তি পেয়েছিল ১৯৯০ সালে। এখন ঠিক ৩২ বছর পেরিয়েছে।
আবার দুজনে মিলে গড়েছেন পপ কুইনদের ভুবন।
ভোগকে বিবেচনা করা হয় প্রথম মূলধারার কাজ, যেটি পপ সংস্কৃতির, যে সংস্কৃতিতে প্রকাশ করতে অদ্ভুত, কালো ও লাতিন প্রাধান্যের বলরুমের দৃশ্য নিয়ে আসা হয়েছে।
নিজের সঙ্গে ম্যাডোনাকে পেয়ে বিয়ন্সে লিখেছেন ইনস্ট্রাগ্রামে, ‘আপনাকে ধন্যবাদ রাণী। আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ। আপনি অসংখ্য নারীর জন্য অনেকগুলো দুয়ার খুলে দিয়েছেন। আপনি মাস্টার পিস জিনিয়াস (বাংলায় সেরা শিল্পকর্ম)।’
মাস্টার পিস জিনিয়াস ‘রেনিইসন্স’ বা রেঁনেসার তৃতীয় ট্র্যাকের একটি গীতবাক্য হিসেবে ব্যবহারও করেছেন তারা।
এর আগের বাক্যটি হলো ভালোবাসার ‘এলিয়েন সুপারস্টার (ভিনগ্রহের মহা তারকা)’।
বিয়ন্সে আরো লিখেছেন, “আপনাকে ধন্যবাদ আমাকে আপনার গানে গাইতে দিয়েছেন এবং রিমিক্সটিকে ‘নাম’ করতে দিয়েছেন।”
এরপর তিনি তাদের ‘ব্রেক মাই সোল’ নামের সহযোগিতাটির প্রতি উল্লেখ করেছেন-‘দি কুইন্স রিমিক্স’।
তিনি ম্যাডেনাকে উল্লেখ করেছেন ‘কুইন মাদার ম্যাডেনা’ বা ‘রাণী মাতা ম্যাডোনা’ বলে।
কথাগুলো ম্যাডোনা তার ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন।
‘বেই’ নামে খ্যাত বিয়ন্সে, তাকে যারা এই কাজটিকে উদ্দীপ্ত করেছেন তাদের কথা বলেছেন।
জানিয়েছেন তার বোন সেলাঞ্জের কথা। পুরো নাম সেলাঞ্জ পিয়েজে নোওজ। বিশ্বের সর্বকালের সবচেয়ে ব্যবসা সফল ১শ নৃত্যশিল্পীর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন মার্কিন গায়িকা, গীতিকার, পারফরমেন্স আর্টিস্ট ও অভিনেত্রী। বোনদের গানের দল ড্যাসটেনিস চাইল্ড-এ তিনি বদলী নৃত্যশিল্পী হিসেবে জীবন শুরু করেন।
বিয়ন্সে বলেছেন, ‘লিজোকে ধন্যবাদ’। ৩৪ বছরের একজন মার্কিন গায়িকা, র্যাপার ও ফ্লুট বাদক এবং গীতিকার। তিনিও কৃষ্ণাঙ্গ। দুটি স্টুডিও অ্যালবাম আছে।
তিনি ধন্যবাদ দিয়েছেন গ্রেস জোনসকে। ৭৪ বছরের একজন মার্কিন মডেল, গায়িকা ও অভিনেত্রী। নিউ ইয়র্কে ক্যারিয়ার শুরু করে মডেলিং করতে চলে আসেন প্যারিসে। ইভ সেইন্ট লরোন, ক্যানজোর মতো হাউজের মডেল। এল, ভোগের মডেল। বিশ্বখ্যাত কজন আলোকচিত্রীর কাজের জন্য বিখ্যাত।
কৃতজ্ঞতা জানিয়েছেন ‘আলিয়াহ’কে। ২২ বছরের আলিয়া ডেইনা হটন মার্কিন সাম্প্রতিক আরঅ্যান্ডবি, পপ ও হিপ হপকে নতুনভাবে দাঁড় করানোর কৃতিত্বর অংশীদার। তাকে ‘আরঅ্যান্ডবির রাজকুমারী’ ও ‘আধুনিক পপের রাণী’ বলা হয়।
ড্যাসটেনিস চাইল্ডের সহকর্মীদের ভোলেননি, জানিয়েছেন।
সবচেয়ে প্রিয় বন্ধু কেলি রোল্যান্ডের কথা বলেছেন।
আরো উল্লেখ করেছেন কিংবদন্তী হাউজগুলোর কথা, যারা বলরুম কালচার বা সংস্কৃতিটিকে নতুন আকার দিয়েছেন। বলেছেন দি হাউজ অব লাবেয়া, ও দি হাউজ অভ এক্সট্রাভেগাঞ্জার কথা। তাদের সদস্যরা তার ভাষাকে পুরো অ্যালবামে ছড়িয়ে দিয়েছেন অনেকভাবে।
ছবি : বিয়ন্সে ও ম্যাডোনা।
ওএফএস।