ইউক্রেনের সমর্থনে পুরোনো গান উৎসর্গ করেছেন স্টিং

বিশ্ববিখ্যাত ব্রিটিশ গায়ক স্টিং ক্ষমতার নিষ্ঠুর অপব্যব্যবহার ও যুদ্ধের বিপক্ষে লড়ে যাওয়া ইউক্রেনিয়ানদের সমর্থন জানিয়েছেন এবং তার একটি পুরোনো গান প্রাসঙ্গিক বলে তাদের উৎসর্গ করেছেন। গানটি ও নিজের মনোভাব তুলে দিয়েছেন তিনি ইনস্ট্রাগ্রামে।
বিশ্ববিখ্যাত এই গায়ক নতুন ধারার রক ব্যান্ড ‘দি পুলিশ’র প্রধান ছিলেন ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। এরপর তিনি নিজের সলো ক্যারিয়ার শুরু করেছেন। রক, জ্যাজ, রেগে, ক্লাসিকাল ইংরেজি ও ওয়ার্ল্ডবিট ধারার গানে তিনি একজন কিংবদন্তী।
তার পুরোনো সেই গানটির নাম ‘রাশিয়ানস’। মূল কথা হলো, পারমানবিক যুদ্ধের ভীতি, লিখেছিলেন তিনি ১৯৮৫ সালে। শীতল যুদ্ধের দিনগুলোতে।
ইউক্রেনকে সাহায্য করার উদ্যোগ বা ‘হেল্প ইউক্রেন! ইনিশিয়েটিভ’-এর অংশ হিসেবে তিনি গানটি পারফর্ম করেছেন।
‘গানটি লেখার পর অনেকগুলো বছরের মধ্যে খুব কমই আমি এই গানটি গেয়েছি। কেনননা আমি কখনো মনে করিনি, এটি আবার মিলে যাবে। তবে একজন মানুষের রক্তাক্ত, দুঃখজনক ও বাজে দিকে পরিচালনার সিদ্ধান্তে একটি শান্ত, কোনো ধরণের হুমকি না দেওয়া প্রতিবেশীকে আক্রমণ করা হলো। ফলে গানটি আরো একবার আমাদের সবার সমাজে আবেদন নিয়ে এলো। এটি সাহসী ইউক্রেনিয়ানদের জন্য, যারা এই নিষ্ঠুর অত্যাচারের বিপক্ষে যুদ্ধ করছেন ও সেই সঙ্গে আরো অনেক রাশিয়ানের জন্য, যারা এই অত্যাচার গ্রেফতার এবং জেল হাজতে যাবার ঝুঁকেতে রুখছেন। আমরা, আমাদের সবাই, আমাদের সন্তানদের ভালোবাসি। যুদ্ধ থামান।’ লিখেছেন তিনি।
তার এই লেখায় ইউক্রেনিয়ানদের সাহায্য করার বিস্তারিতও দিয়েছেন।
‘সাহায্যগুলো পাঠানো হয়েছে পোল্যান্ডের গুদামগুলোতে। এরপর সেগুলো ইউক্রেনের সশন্ত্র বাহিনীগুলোর সাহায্যে বিতরণ করা হয়েছে। নিশ্চয়তা দেওয়া হয়েছে, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে যাবে’-লিখেছেন স্টিং।
ওএস।
