৪১ বছরে বড় আসরে খেলা শুরু করা প্রাভীন তাম্বেকে নিয়ে ছবি বেরুচ্ছে
খেলোয়াড় হিসেবে এর আগে ক্রিকেটে বড় অর্জন ২০০০ সালের মুম্বাইয়ের রঞ্জি ট্রফির সম্ভাব্য ৪৫ জনের দলে ছিলেন। এরপর কয়েকটি বছর মুম্বাইয়ের একটি ক্লাব দলে ট্রলি বয়। সারাদিন কাজ করতেন। রাহুল দ্রাবিড়ের দল রাজস্থান রয়্যালসের স্কাউটরা তারপর তাকে ‘লেগ স্পিনার’ হিসেবে আবিস্কার করলেন। আগে কোনোদিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি, কোনো ভালো লিগেও। ভারতের আইপিএল লিগে এভাবেই ২০১৩ সালে খেলা শুরু করলেন। আইপিএলে শুরু হলো ৪১ বছর বয়সে!
প্রাভীন তাম্বে শুরুর দিকের সেশনে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হলে লিয়াঁজো অফিসার বা যোগাযোগ কর্মকর্তার চাকরি করেছেন। ২০১৩ সালে নিজের প্রথম স্বীকৃত টিটোয়েন্টি২০ খেললেন দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। সে বছরের শেষের দিকে ১২টি উইকেট নিয়ে সেরা হয়ে সবার মনোযোগ কেড়ে নিলেন। ৬.৫০ রান দিয়ে ৫ ম্যাচে এতগুলো উইকেট নিয়েছেন!
ঘরোয়া লিগে দীর্ঘদিনের সাধনাও পূরণ হলো। মুম্বাই রঞ্জি ট্রফি ডেকে নিয়ে গেল। এমন জীবনজয়ী মানুষটিকে নিয়ে সিনেমা হয়েছে।
প্রাভীন ভিজয় তাম্বের ভূমিকায় অভিনয় করেছেন শ্রেয়াস তালপাড়ে। তিনি সবচেয়ে বিখ্যাত ‘ইকবাল’ ছবিটির জন্য। ২০০৫ সালের এই সিনেমাটিও ক্রিকেটের গল্প। একটি গন্ডগ্রামের মুক ও বধির ছেলের সারাজীবনের স্বপ্ন হলো, সে ভারতের জাতীয় দলে খেলবে। নিজের বাধা ও না পারাগুলোকে জয় করে সে ক্রিকেটার হলো ও একসময় ভারতীয় দলে খেললো।
শ্রেয়াসের ‘কৌন প্রাভীন তাম্বে?’ নামের ছবিটি ১ এপ্রিল ওয়াল্ট ডিজনির ডিজনি+হটস্টার বা হটস্টারে মুক্তি দেওয়া হবে। স্ট্রিমার কর্তৃপক্ষ ঘোষণাটি দিয়েছেন আজ ৭ মার্চ।
‘কৌন প্রাভীন তাম্বে?’ পরিচালনা করেছেন জয়প্রাদ দেশাই। জানিয়েছেন, ‘আমার ছবিটি অনন্যভাবে আলো ফেলেছে আইপিএলে রাজস্থান রয়্যালসের পক্ষে ৪১ বছর বয়সে খেলতে নামা লেগ স্পিনারটির জীবন ও আগ্রহে।’
প্রযোজনা ও পরিবেশনা করেছে ওয়াল্ট ডিজনির ভারতে ব্যবসায়ী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়ার মালিকানাধীন ফক্স স্টার স্টুডিওজ, ভারতের ফ্রাইডে ফিল্মওয়াকর্স ও বুটরুম স্পোটর্স প্রডাকশান। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি দেওয়া হবে।
যার জীবন নিয়ে বানানো ছবিটি-সেই প্রাভীন তাম্বে বলেছেন, মানুষের নিজের স্বপ্ন পূরণের জন্য তার জীবন অনুসরণ করতে ছবি বানানো হয়েছে বলে তিনি সম্মানিত বোধ করছেন।
আরো বলেছেন, ‘আমার একমাত্র আশা, আরো অনেক বেশি মানুষ তাদের স্বপ্নগুলোর মধ্যে বাস করতে অনুপ্রাণিত হবেন ও কখনো তারা কেউ তাদের কারো সামর্থ্যকে খাট করে দেখবেন না। সেটি যেকোনো পরিস্থিতিকেই হোক না কেন। তারা কেউ কখনো হাল ছাড়বেন না।’
ব্যক্তিগত জীবনের কথা বলেছেন, ‘আমার পরিবার ও আমাকে যারা ভালোবাসেন, তারা সবাই আমার গল্পটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। তাদের সবার জন্যই ছবিটির মুক্তি একটি বিশেষ দিন হতে যাচ্ছে।’
তার চরিত্রে অভিনয় করা তালপাড়ে বলেছেন, পর্দায় তাম্বেকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।
আরো জানিয়েছেন, ‘আমাকে যে চরিত্র ও গল্পটি দেওয়া হয়েছে, জীবনে একবারই এমন সুযোগ আসে। ছবিটির জন্য প্রতিটি মিনিট কাজ করেছি ও মুহূর্তগুলোকে ভালোবেসেছি। ছবিটিকে নিজের জীবনের সঞ্চিত সম্পদের অংশ মনে করেছি।’
‘আমি বুটরুম স্পোটর্স এবং ফক্স স্টার স্টুডিওজের প্রতি কৃতজ্ঞ।’
‘আমাকে এই চরিত্রে কল্পনা করায় আমাদের অত্যন্ত মেধাবী পরিচালক জয়প্রাদকে ধন্যবাদ জানাই।’
৪৬ বছরের অভিনেতা আরো বলেছেন, ‘প্রাভীনকে তুলে ধরতে পারা আমার জন্য একটি সম্মান। তার চরিত্রে তৈরি হতে এই খেলোয়াড়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার সঞ্চয় হয়ে থাকবে। তার চরিত্রের ও ছবিটির জন্য আমাদের সবাইকে উৎসর্গ ও শ্রমের নতুন মাত্রা প্রদান করতে হয়েছে। আমি আশা করবো, আমাদের দর্শকরা ছবিটি কেবল উপভোগই করবেন না, তারা এর দ্বারা আলোকিত হবেন ও উজ্জীবিত হবেন।’
‘কৌন প্রাভীন তাম্বে?’র চিত্রনাট্য লিখেছেন কিরণ ইয়াদিনোপ্রাভিত।
ছবিটিতে বড় চরিত্রে অভিনয় করেছেন দিল্লীতে জন্মানো অভিনেতা আশীষ ভিদ্যারথি, বাঙালি অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও হিন্দি ছবির অভিনেত্রী অঞ্জলি পাতিল।
ওএস।