কুমার বিশ্বজিতের আত্মজীবনীর মোড়ক উন্মোচন

চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিতের ছোটবেলা, কৈশোর, বেড়ে উঠা, সংগীত জীবনের চার দশক নিয়ে আত্মজীবনী লিখেছেন আরেক সংগীতশিল্পী জয় শাহরিয়ার। বইটি একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। এটি মেলায় প্রকাশ করেছে আজব প্রকাশ।
রবিবার (৬ মার্চ) কিংবদন্তি এ গায়কের আত্মজীবনীমূলক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)। বিশেষ অতিথি ছিলেন সংগীত ঐক্য বাংলাদেশের অন্যতম মহাসচিব ও খ্যাতিমান গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। আরও উপস্থিত ছিলেন—কুমার বিশ্বজিত, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, জয় শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই কুমার বিশ্বজিতকে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখেন—শহীদ মাহমুদ জঙ্গী, শহীদুল্লাহ্ ফরায়েজী।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রথমেই এখানে এসেই বিশ্বজিত দাদাকে গুনগুন করে গান শোনালাম। আমি পারিবারিকভাবেই তার ভক্ত। কুমার বিশ্বজিত আমাদের হৃদয়কে জয় করেছেন, বিশ্বজয় করেছেন। যে জায়গায় গেছেন এখন শুধু আকাশকে বলবো আকাশ সরে যাও বিশ্বজিত তোমার উপরে থাকবেন।'
আবেগ আপ্লুত কণ্ঠে কুমার বিশ্বজিত বলেন, 'আমি অনেক কষ্ট করে আজকের এই অবস্থানে এসেছি। আমার এই পর্যন্ত আসার পেছনে সুরকার, গীতিকারসহ সবার কাছে কৃতজ্ঞ। আমার শেষনিশ্বাস পর্যন্ত বাংলাদেশ সংগীতের জন্য কিছু করে যেতে চাই।
কুমার বিশ্বজিতের আত্মজীবনী লেখা প্রসঙ্গে জয় বলেন, ‘বাংলাদেশে অনেক গুণী শিল্পীই আছেন কিন্তু সবাইকে আমি ধারণ করতে পারব না। আর বিশ্ব দার গানটা আমি গেয়ে বড় হয়েছি। তার সঙ্গে কাজও করার অভিজ্ঞতা আছে। তাই আমি যেমন বিশ্ব দাকে বুঝি, তেমনি আমার ওপর আস্থা রাখতে পেরেছেন। সবমিলিয়ে বিশ্ব দাকে নিয়ে লেখার সুযোগ পেয়ে আমার একটা স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। আমি দাদার কাছে অনেক কৃতজ্ঞ।’
এএম/আরএ/
