অন্যায়ের প্রতিবাদে ‘বহ্নিশিখা’

মনির হোসেন জীবনের পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘বহ্নিশিখা’। এসএ টিভিতে আগামী ২৩ মার্চ থেকে প্রচার শুরু হচ্ছে নাটকটি। প্রতি বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে এসএ টিভিতে প্রচার হবে এটি।
নাটকটি যৌথভাবে রচনা করেছেন মনির হোসেন জীবন ও ছোয়াইভিয়া আফরিন জেসিকা। পরিচালনা পর্ষদে আছেন ফজলুল হক, জহুরুল ইসলাম।
নাটকটি সম্পর্কে মনির হোসেন জীবন জানান, ‘বহ্নিশিখা’ বাহিনী হচ্ছে নির্যাতিত মানুষের পরম বন্ধু। আর অপরাধীর চরম শত্রু। সচেতনতামূলক এই নাটকে দেখা যাবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা ১১ জন নির্যাতিত নারীর (প্রতীকী) প্রতিবাদী কণ্ঠস্বর। এগারো জন নারী একত্রিত হয়ে, দেশের প্রচলিত আইনের উপর শ্রদ্ধাশীল থেকে, সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াই তাদের অন্যতম কাজ।
‘বহ্নিশিখা’ বাহিনীতে সাতজন নারীকে দেখা যাবে সাত রঙের ড্রেসে। তারা সাতজন সাত রঙের স্কুটি চালিয়ে সমাজের ইভটিজার, কিশোর গ্যাং, মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতনকারী, যৌতুক, জালটাকা, তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) নারী পাচারকারীসহ বিভিন্ন অপরাধীদের খুঁজে বের করে। বাকিরা থাকবে বহুরূপী সাজে। অপরাধীদের কাছে এই বাহিনীকে লেডি মাস্তান হিসেবে আখ্যায়িত।
এতে অভিনয় করেছেন-শবনম পারভীন, নীলা ইসলাম, সঞ্চিতা দত্ত, সীমানা শীলা, সাবরিনা সুইটি, সিমরান, তামান্না সরকার, আইরিন রিয়া, নকসি তাবাসসুম, কানিজ সুপ্তা, নীহারিকা মৌ, সুবর্না সাঈদ, জিনিয়া জিনি, সাবরিন রুপা, ডোরা মাহি, আকলিমা আঁখি, মিষ্টি হাসান। এবং বিশেষ চরিত্রে আছেন নিথর মাহবুব ও মাযহার সুমন।
এএম/এসএ/
