৭ মার্চকে ঘিরে বিটিভির বিশেষ আয়োজন

বাংলাদেশের স্বাধীনতার অমর কবিতা শুনিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ এর ৭ মার্চের পড়ন্ত বিকেলের অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ, দ্রোহের আগুন জ্বালিয়েছিল ৫৬ হাজার বর্গমাইলজুড়ে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিশেষ আয়োজনে সেজেছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালা।
এ সম্পর্কে বিটিভির পরিচালক জগদীশ এষ (অনুষ্ঠান ও পরিকল্পনা) বলেন, ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণটি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অমর মহাকাব্যে পরিণত হয়েছে। ভাষণটি বাঙালি জাতির গণ্ডি পেরিয়ে এখন বৈশ্বিক সম্পদে রূপান্তর লাভ করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই ৭ মার্চের গুরুত্ব অপরিসীম। বিটিভি দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন সাজিয়েছে।’
তিনি জানান, এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত হবে ‘ঐতিহাসিক ৭মার্চ ২০২২’ অনুষ্ঠানটি।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উপর আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মুক্তির সংগ্রাম’ প্রচারিত হবে সকাল ৮টা ১৫মিনিটে। বঙ্গবন্ধুর ভাষণের উপর অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’ প্রচারিত হবে ১২টা ২০ মিনিটে। প্রামাণ্য অনুষ্ঠান ‘টুঙ্গিপাড়া থেকে সোহরাওয়ার্দী উদ্যান’ প্রচারিত হবে ১টা ০৫ মিনিটে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আর্ন্তজাতিক স্বীকৃতি প্রদানে দেশ-বিদেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে ৩টায়। আলোচনায় অংশ নিবেন নূরুল ইসলাম নাহিদ ও মফিদুল হক। নূরুল হুদার উপস্থাপনায় ৭ মার্চের কবিতা নিয়ে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘স্বাধীনতার পংক্তিমালা’ প্রচারিত হবে ৩টা ২৫ মিনিটে।
বঙ্গবন্ধুর ভাষণের উপর ব্যাখ্যা নিয়ে অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। ঐতিহাসিক ভাষণের উপর বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘প্রতিধ্বনি’ প্রচারিত হবে ৮টা ৪০ মিনিটে। ঐতিহাসিক ভাষণের ধারণ কার্যক্রম এবং সংরক্ষণে বেতার, বাংলাদেশ টেলিভিশন ও ডিএফপির ভূমিকা নিয়ে বিশেষ প্রামান্য প্রচারিত হবে রাত ৯টা ০৫ মিনিটে।
রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে ৭ মার্চের কবিতা নিয়ে বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান ‘অগ্নিঝরা কন্ঠস্বর’। রাত ১০ টা ২০ মিনিটে প্রচারিত হবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের উপস্থাপনায় বিশেষ আলোচনা অনুষ্ঠান। এখানে অংশ নেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক ও সাবেক প্রধান তথ্য কমিশনার ড. মো. গোলাম রহমান। বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান প্রচারিত হবে রাত ১১টায়।
এ ছাড়া, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে দুপুর ২টার সংবাদের পর ও রাত ৯টায় প্রচারিত হবে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উপর দেশের বিভিন্ন হাইস্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নাট্যশিল্পী সুজাত শিমুল।
এএম/এমএমএ/
