ইউক্রেনের অভিনেত্রী মিলা স্বামী অ্যাস্টন কুচারকে নিয়ে ৩ মিলিয়ন ডলার দেবেন

‘গর্বিত ইউক্রেনিয়ান’-হলিউডের তারকা মিলা কুনিচ ও তার মার্কিন স্বামী আস্টন কুচার একত্রে তিন মিলিয়ন ডলার দেশটির মানুষকে সাহায্য প্রদানের অঙ্গীকার করেছেন। তারা টাকাগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধে অভিনেত্রীটির জন্মস্থানের মানুষ শরনার্থী হয়ে যাওয়াদের দেবেন। তারা একটি প্রচারভিযানও শুরু করেছেন। নাম ‘এ স্টান্ড ইউথ ইউক্রেনিয়ান-‘গো ফান্ড মি ক্যাম্পেইন’। এর অথ হলো-‘ইউক্রেনিয়ানদের সঙ্গে একটি অবস্থান-আমার জন্য অনুদানের প্রচারণা’। কমসূচিটি তারা শুরু করেছেন বুধবার, ২ মার্চ, ২০২২ সালে। তারা ফ্লেক্সপোট.অর্গ ও এয়ারবিএবি.অর্গ নামের দুটি প্রতিষ্ঠানের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের জন্য কাজ শুরু করেছেন। নিজেরাই এত টাকা অনুদান দিয়েছেন। স্বামী-স্ত্রী বলেছেন, দুটি প্রতিষ্ঠান খুব ভালোভাবে জরুরী সাহায্যগুলো যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের প্রদান করতে ঘটনাস্থলে কাজ করছে। কুচিনের জন্ম হয়েছে ১৯৯১ সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরের বছর। ইউক্রেনের চেরনিভসিতে। ১৯৯৮ সালে সাত বছর বয়সে তিনি চলে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকানরা দেশের জন্য যা করে, তার সবই তিনি ও তার অভিবাসী পরিবার করেছেন। তবে জানিয়েছেন, কোনোদিনও তিনি জন্মস্থানকে ভুলে যাননি। এরপর লিখেছেন, ‘এখন আমি একজন গর্বিত ইউক্রেনিয়ান।’ ‘ব্ল্যাক সোয়ান’ নামের ছবিতে মিলা কুচিন তুমুল খ্যাতি লাভ করেছেন। তারকাভিনেত্রী আরো বলেছেন বিবৃতিতে, সেটিও দাতব্য সংগ্রহের সামাজিক যোগাযোগ মাধ্যম পাতায় শেয়ার করা হয়েছে-‘ইউক্রেনিয়ানরা গর্বিত ও সাহসী মানুষ। তারা তাদের প্রয়োজনের সময় আমাদের সাহায্য পাওয়ার দাবী রাখেন। আমাদের পরিবার এই সাহায্য তহবিল সংগ্রহ শুরু করেছে জরুরী সাহায্য প্রদানের জন্য। এখানে আমরা দুজনে একত্রে ৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করব।’ ভারী পণ্য পরিবহণকারী প্রতিষ্ঠান ফ্লেক্সপোট জাহাজে ত্রাণ সাহায্যগুলো পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও মেলডোভার বিভিন্ন শরনার্থী শিবিরগুলোতে পৌঁছে দিচ্ছে।
তাদের অনুদান সংগ্রহের পাতায় অভিনেতা ও অভিনেত্রী স্বামী-স্ত্রী জানিয়েছেন, ‘অলাভজনক এয়ারবিএনবি.অগ নামের সংগঠনটি শরনাথী ইউক্রেনের মানুষদের বিনা পয়সায় অল্প কদিন থাকতে পারেন এমন বাড়িগুলো বানিয়ে দিচ্ছেন।’
এর বাদেও কুচিন তার স্বামীর সঙ্গে ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি ধ্বংসযজ্ঞ তৈরি করা যুদ্ধ নিয়ে বলেছেন, ‘বিশ্বের কোথাও মানবতার ওপর এমন কোনো অন্যায় আক্রমণ হয়নি।’
৪৪ বছরের কুচার সরবে সমর্থন করেছেন, “সে যেখানে জন্মেছিল, ‘দেশটির মানুষগুলো সাহসী’।” কথাগুলো তিনি তার ৪৪ লাখ ইনস্ট্রাগ্রাম অনুসারীকেও জানিয়েছেন। আরো বলেছেন, ‘যারা নিরাপত্তা পছন্দ করেছেন, তাদের জন্য এই প্রয়োজনগুলো।’
এই দম্পতিই সর্বশেষ যুদ্ধাক্রান্ত ইউক্রেনিয়ানদের জন্য সাহায্য ও সমর্থন প্রদান করলেন।
ওএস।
