৩০ ডিসেম্বর আসছে সালমানের ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’

মুম্বাই, পিটিআই, ৩ মার্চ : মুম্বাইয়ের তিন খানের একজন, সুপারস্টার, ব্যাচেলর হিরো সালমান খানের ছবি ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’ এই বছরের শেষের আগের দিন ৩০ ডিসেম্বর মুক্তি পাবে বলে গতকাল ঘোষণা করেছেন নির্মাতারা। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদাদওয়ালা। কৌতুকের ছবিটি সালমানের ৫৭ তম জন্মদিনের পাঁচদিন পরে বেরুবে। অন্যরকম ছবিটিতে এবার তার নায়িকা পূজা হেগডি। প্রধানত তিনি তালিম ভাষার নায়িকা, কটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ৩১ বছরের পূজা হেগডি বম্বের মেয়ে। এটিই ভারতের সিনেমা সিটি। পরিচালনা করেছেন ফারহাদ সামজি।
টুইটারের পোস্টে নাদিয়াদাদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠান-‘নাদিয়াদাওয়ালা গ্রান্ড সন এন্টারটেইমেন্ট’ ছবিটির মুক্তির তারিখ ভক্তদের সঙ্গে শেয়ার করেছে। এর আগে তারা ২০২৩ সালের প্রথম ঈদে সিনেমা হলে দেবার ঘোষণা করেছিলেন। তারা বলেছেন, ‘আগামী বছরের নিউ ইয়ার (বছরের প্রথম দিন উদযাপন) উপলক্ষে সালমান ও নাদিয়াদাওয়ালার ছবিটি আসবে।’
সাজিদের দাদা আবুল কালাম নাদিয়াদাদওয়ালা ১৯৫৫ সালে গুজরাটের নাদিদ শহর থেকে বম্বেতে চলে এসেছেন। তারা মালাদ নামের উত্তর মুম্বাই বা বম্বের একটি শহরতলী বা এলাকার আদি বাসিন্দা। তবে ব্যবসায়ী পরিবারটির কতা আবুল কালাম নাদিয়াদাওয়ালা বম্বেতে একশর বেশি সিনেমা প্রযোজনা করেছেন। সেগুলোর অন্যতম ‘তাজ মহল’। সম্রাট শাহজাহানের ভালোবাসার জীবন নিয়ে বানানো ছবিটিতে প্রদীপ কুমার শাহজাহান হয়েছেন। তিনি বাঙালি অভিনেতা। ছবিটি ফিল্ম ফেয়ারের গানের অ্যাওয়ার্ডটি জিতে নেবার জন্য, দারুণ হিট হয়ে আজও খ্যাতিমান। কাভি ঈদ, কাভি দিওয়ালি সালমান-সাজিদের ১৭তম ছবি। প্রযোজনা প্রতিষ্ঠানটির ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, কাজ শুরু হবে এপ্রিলে।
ওএস।
