অবশেষে মুক্তি পাচ্ছে 'মুখোশ'

মোশাররফ করিম, পরীমনি ও জিয়াউল রোশান অভিনীত সিনেমা 'মুখোশ'। ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ ঊর্ধ্বমুখী হওয়ায় আটকে যায় সিনেমার মুক্তি।
এবার সব শঙ্কা কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে 'মুখোশ'। সরকারি অনুদানপ্রাপ্ত ইফতেখার শুভর পরিচালনায় ৪ মার্চ ৩৮ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
এ উপলক্ষে গতকাল (২ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো এর প্রিমিয়ার। যেখানে পরিচালক ইফতেখার শুভর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, পরীমনি, রোশানসহ সিনেমাটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা।
পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘আমার প্রতিটি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুখোশের বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, কিন্তু অভিষেকেও তিনি দারুণ কাজ করেছেন। আশা করছি, এ সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে প্রিমিয়ার শেষে কথা বলেন মোশাররফ করিম। সিনেমা নিয়ে তার ভাষ্য, ‘সিনেমাটিতে অভিনয় করে আমি তৃপ্ত ও আনন্দিত, আমার মনে হয় দর্শকরাও দেখে আনন্দিত হবেন। গল্পটি বেশ ভালো, গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করছি ‘মুখোশ’ সবার ভালো লাগবে।’
‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে। ব্যাচেলর ডটকম প্রডাকশনের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি, রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
এএম/এসএন
