৩০০ পর্ব পেরিয়ে 'স্মৃতির আল্পনা আঁকি'

৩০০তম পর্ব পার করল ধারাবাহিক নাটক 'স্মৃতির আল্পনা আঁকি'। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মাসুদুল হাসান শাওন , অর্ক মোশ্তফা ও পরিচালক মুরাদ পারভেজ।
এটিএন বাংলায় প্রতিদিন রবি, সোম, মঙ্গল, বুধবার ও বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে।
এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রী নিয়ে চলছে নাটকের কাজ। প্রধান চরিত্র নিলয় আলমগগীরের সঙ্গে আছেন জে এস হিমি, খালেকুজ্জামান, ওয়াহিদা মল্লিক জলি, প্রাণ রায়, শর্মিলী আহমেদ, শিপন মিত্র, সুস্মি আহসান, আরমান পারভেজ মুরাদ, আইরিন তানি, তৈয়ব তুহিন, অবাক রিয়াদ, রিয়া বর্মণ, এস. এম. মহসিন, কোহিনুর আলম, তাজিন আহমেদ, পাভেল ইসলাম, ম আ সালাম, রবিউল মাহমুদ ইয়াং, লাবণ্য লিজা, তাবাসুম মিথিলা, ফিরোজ তোহা, লাবণ্য, জেরিন তাসমিন অন্তরা, তন্দ্রা শ্রাবণ, কানিজ ফাতেমা কাষেম, হারুনুর রশীদ, আর এ রাহুল, তানভির মাসুদ, রিয়াজ রাজ, মুসা রুবেল, তাজমেরিন ইভানা, মানতাহা ওয়ারদা, মার্জান সুমি, দীপক কর্মকার, মাহমুদ আলম, সানিয়া চৌধুরী লাজুক, প্রাণেশ চৌধুরী, মাহসুদুল মারুফ রহমান, মারিয়া মাইসা, আফরিন রাইসা, জাকারিয়া রাহি, আরিয়া অরিত্রা প্রমুখ।
নাটকটির পর্ব পরিচালক জিনাত তামান্না, রিনটু পারভেজ শীর্ষ পরিচালনা মুরাদ পারভেজ।
এএম/এসএন
