কয়েকবার কেন ইউক্রেনে এসেছেন শন পেন?
রহস্যময় ‘মিস্ট্রিক রিভার’ ও হারভে মিল্কের আত্মজীবনী অবলম্বনে তৈরি ‘মিল্ক’ ছবির জন্য ২০০৩ ও ২০০৮ সালে সেরা অভিনেতার অস্কার জয় করা মাকিন তারকা শন পেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এখন ইউক্রেনে আছেন। খবর সিএনএনের।
মাকিন এই বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক সেখানে তার কাজের সংবাদ সম্মেলন ও দেশটির রাষ্ট্রপতি ভলদিমির জেলেস্কির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন। তখন সোভিয়েত ইউনিয়নের সাবেক কমিউনিস্ট অংশ ও এখন আলাদা প্রতিবেশী দেশটিতে রাশিয়া আক্রমণ শুরু করেছে।
দুটি দেশই পশ্চিম ইউরোপে।
ইউক্রেনের রাষ্ট্রপতির দপ্তর বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শন পেন রাজধানী কিয়েভে এসেছেন, বিশ্বকে আমাদের দেশে রাশিয়ার আক্রমণ সম্পকে জানাবেন।‘ এ কথাগুলো তারা আনুষ্ঠানিক ফেসবুক থেকে ইউক্রেনিয়ান ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেছেন। সেখানে তাদের রাষ্ট্রপতির একজন উপদেষ্টার সঙ্গে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ‘আই অ্যাম স্যাম’, ‘দি গেম’, ‘দি অ্যাসাসিনেশন অব রিচার্ড নিক্সন’, ‘ফেয়ার গেম’, ‘দি ট্রি অব লাইফ’ ইত্যাদি বহু ছবির তারকা অভিনেতাটি।
ইউক্রেনের রাষ্ট্রপতির অফিস শন পেনের বিষয়ে আনুষ্ঠানিক ওই বিবৃতিতে আরো লিখেছে, ‘এমন এক সাহস ও সততা প্রদর্শনের জন্য আমাদের দেশ শন পেনের কাছে কৃতজ্ঞ।’
শন পেনের সঙ্গে একটি জায়গাতে মিল আছে ইউক্রেনের ৪৪ বছরের রাষ্ট্রপতির, জেলেস্কি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করার আগে পেশাদার অভিনেতা ছিলেন। জন্ম দক্ষিণ-পূবের ইউক্রেনে, যেখানে রাশিয়ান ভাষাভাষীদের অঞ্চল। অভিনয়ের পেশাজীবন শুরু করার আগে তিনি কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভাসিটি থেকে আইনের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন। এরপর কৌতুকাভিনয়কে অনুসরণ করতে থাকেন ও তৈরি করেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কিভারর্টাল ৯৫। কম্পানিটি সিনেমা, কাটুন ছবি, টিভি শোগুলো তৈরি ও প্রযোজনা করেছে।
টিভি শো ‘সারভেন্ট অব দি পিপল’ জেলেস্কি ইউক্রেনের প্রেসিডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। ২০১৫ থেকে ’১৯ পর্যন্ত টানা ৪ বছর সম্প্রচারিত সিরিজটি অবিশ্বাস্য জনপ্রিয়তা লাভ করেছে। এরপর তিনি নির্বাচনে দেশের রাষ্ট্রপতি হয়েছেন।
ইউক্রেনের সাবেক অভিনেতা রাষ্ট্রপতি তার ইন্সট্রাগ্রামে শন পেনের সঙ্গে মিটিং করার ভিডিও শেয়ার করেছেন।
এর আগে ভ্যারাইটি ম্যাগাজিন সংবাদ প্রকাশ করেছিল যে, রাশিয়ানদের আক্রমণের ওপর একটি প্রামাণ্যচিত্র যুক্তরাষ্ট্র-কানাডার ডিজিটাল মিডিয়া ও সম্প্রচার কম্পানি ভাইস মিডিয়ার হয়ে বানাতে উড়ে গিয়েছিলেন শন পেন। ভাইস মিডিয়া গ্রুপের একজন প্রতিনিধি সিএনএনকে মন্তব্য জানাতে গিয়ে বলেছেন, তাদের ভাইস স্টুডিওজের প্রযোজনাটি ভাইস ওয়াল্ড নিউজ ও এন্ডেভার কনটেন্টের সঙ্গে করা হচ্ছে। তবে তিনি শন পেনের এই প্রকল্পে অংশগ্রহণ নিশ্চিত করেননি।
তার আগেও বিখ্যাত হলিউডের অভিনেতা শন পেন ইউক্রেনে এসেছেন। গেল বছরের নভেম্বরে সর্বশেষ তিনি প্রতিবেশী রাশিয়া ও দেশটির মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন সেনাবাহিনীর সঙ্গে দেখা করেছেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি ফেসবুক পেইজে এই সংঘাত নিয়ে শন পেন একটি প্রামাণ্যচিত্র তৈরির কাজ করছেন বলে জানিয়েছে। তথ্যটি প্রদান করেছিল বিজনেস ইনসাইডার। তবে এরপর আর পেইজটি খুঁজে পাওয়া যায় নি। তবে এবার শন পেনের মন্তব্যের জন্য তাকে বা তার প্রতিনিধিদের কাউকে পেতে ব্যর্থ হয়েছে সিএনএন।
ছবি : ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের রাষ্ট্রপতির দপ্তরে একটি সংবাদ সম্মেলনে শন পেন।
ওএস।