ভাষা দিবসের নাটক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ভাষাশহিদদের স্মরণে বিভিন্ন টিভি চ্যানেল ভিন্নধর্মী আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় ভাষাশহিদদের স্মরণে অন্যান্য আয়োজনের সঙ্গে নাটকও প্রচার করবে চ্যানেলগুলো।
২১ ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভাষাতেই শক্তি’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহম্মেদ, আইনুন নাহার পুতুল, দিলরুবা হোসেন দোয়েল, হাফিজুর রহমান, সাজ্জাদুল ইসলাম, রেজওয়ান পারভেজ, তানিয়া চৌধুরী, তারিকুজ্জামান, মনিকা, খালিদ আহমেদ, সুমনা আক্তার প্রমুখ।
নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, বর্তমান সময়ের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নাটকের গল্প। শ্রমিকদের ছাঁটাই, প্রতিবাদ, কর্মবিরতি, অভিযোগ ইত্যাদির মধ্যে দেখা যায় প্রতিটি আন্দোলনের মূল শক্তি ভাষা। একমাত্র মুখের ভাষাই পারে দেশ থেকে অন্যায় দূর করে সবাইকে একত্রিত করে স্বাধীনতা এনে দিতে। ভাষার শক্তিতে দেশ জাগুক, মাতৃভাষা অমর হোক এই স্লোগানে শ্রমিকরা মালিকপক্ষের অন্যায়ের প্রতিবাদ করে ও জয়ী হয়।
মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘গহীনের আলো’ এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন-আবুল হায়াত, এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা, সাবিহা জামান, সাদ্দাম হোসাইন, রিমু রেজা খন্দকার, শিশির আহমেদ প্রমুখ।
গল্পে দেখা যাবে–তিতলি ভালোবাসে যুক্তকে। যুক্ত খুব প্রানবন্ত এক ছেলে। চাকরি করে। তিতলি মাস্টার্স শেষ করে গবেষণা করছে ভাষা আন্দোলনের উপর। গবেষনা করতে গিয়ে তিতলি আবিষ্কার করে ভাষা আন্দোলনের একজন নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। তর্কবাগীশ ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তর্কবাগীশ প্রসঙ্গে তিতলি ও যুক্ত’র মধ্যে ঝগড়া বাঁধে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিতলি দেখতে পায় তর্কবাগীশ ওর সঙ্গে হাঁটছে। গবেষণার শিক্ষক অরিন্দম রায় সাহায্য করে তিতলিকে। ওকে নিয়ে বায়ান্ন সালে যেখানে যেখানে ভাষা আন্দোলন হয়েছিল, সেইসব জায়গায় যায়।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘দলছুট’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, খায়রুল বাসার, শেখ মাহবুব প্রমুখ। নাটকটি আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০মিনিটে মাছারাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘বর্ণমালার মিছিল’। সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌটুসী, রওনক হাসান প্রমুখ।
নাগরিক টিভিতে প্রচার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘খোকা ফিরবে’। নবীন হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার রুমন। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী মৌ, চিত্রলেখা গুহ, ঐশি, রুপক মুসলি, আরমান হোসেন প্রমুখ। নাটকটি প্রচার হবে রাত ৯টায়।
এএম/এসএ/