জন্মদিনে চমক দিলেন অর্চিতা স্পর্শিয়া
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
সময়ের আলোচিত নায়িকা অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন ৮ ডিসেম্বর। এদিন আশুলিয়ায় তিনি একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। জন্মদিনের আনুষ্ঠানিকতা শেষে তিনি জানালেন একটি বিশেষ তথ্য, জানালেন চমক জাগানিয়া খবর।
২৮ বছর পূর্ণ করলেন ‘কাঠবিড়ালী’ খ্যাত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। নিজের জন্মদিনে জানালেন, বয়স যখন ৩০ হবে, তখন বিয়ের পিঁড়িতে বসবেন! বিশেষ দিনে রাজধানীর অদূরে আশুলিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।
বিয়ে প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘বিয়ের জন্য আমি আমার মায়ের কাছে দুই বছরের সময় চেয়েছি। প্যান্ডামিকের কারণে এমনিতেই দুই বছর পিছিয়ে আছি। আমার যেগুলো স্বপ্ন আছে, যে কাজগুলো করতে চাই-সেগুলো আগে গোছাবো। আর এসব কারণেই মায়ের কাছ থেকে দুই বছরের সময় চেয়ে নিয়েছি।’
জন্মদিনে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও ঘোষণা দেন স্পর্শিয়া। বলেন, ‘আমি একটি বিজনেস চালু করতে যাচ্ছি। বলতে গেলে আজকেই শুরু করছি। এটার নাম ‘টাচড বাই স্পর্শিয়া’। একদম অনলাইন ভিত্তিক আমার এই পোশাক বিক্রির প্রতিষ্ঠান। এখান থেকে যা আয় হবে একটি সেচ্ছাসেবী স্কুলের (আলোকিত শিশু) বাচ্চাদের জন্য আয়ের ১০ ভাগ আমি দিয়ে দেব।’
‘নবাব এলএলবি’র পর কেন আর কোনো সিনেমায় দেখা যায়নি, এমন প্রশ্নে স্পর্শিয়া বলেন, ‘এরপরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। বর্তমানে ‘ক্ষমা নেই’ নামে একটি সিনেমার শুটিং করছি, ইতোমধ্যে প্রথম লটের শুটিং শেষ হয়েছে, শিগগির দ্বিতীয় লটের শুটিং শুরু হবে। ফেব্রুয়ারি থেকে দুটি সিনেমার শুটিং আছে। আমার কাজ চলছে, কিন্তু রিলিজগুলো আটকে আছে।’
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)