জামিন পেলেন আরজে নীরব

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিচারাধীন ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুয়ামূন কবির নীরব ওরফে আরজে নীরব অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। রাজধানীর তিনটি থানায় করা পৃথক পাঁচ মামলায় তার জামিন দিয়েছেন আদালত। জামিন চেয়ে তার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ আদেশ দেন।
নিম্ন আদালতে বিফল হয়ে পাঁচ মামলায় চলতি মাসে হাইকোর্টে জামিন চেয়ে পাঁচটি আবেদন করেন নীরব। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এফ হাসান আরিফ, খায়রুল আলম চৌধুরী ও সৈয়দ মেহেদী হাসান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে লালবাগ থানায় করা মামলাসহ অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা পৃথক পাঁচটি মামলায় নীরবকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
আইনজীবী সৈয়দ মেহেদী হাসান বলেন, নীরবের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়। নীরব কিউকমের পরিচালক বা শেয়ারহোল্ডার ছিলেন না। তিনি বিপণন বিভাগের প্রধান হিসেবে গত ১ জুন যোগ দেন এবং গত ২ অক্টোবর চাকরি থেকে ইস্তফা দেন। কিউকমের স্থায়ী কর্মীও ছিলেন না।
গত ৩ অক্টোবর কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর কয়েকদিন পর ৮ অক্টোবর ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে নীরবকে গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে আরও মামলা দায়ের করা হয়।
আরজে নীরব পরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর ধরে আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি। এখন তিনি সিটি এফএম রেডিওতে হেড অব প্রোগ্রাম হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া টেলিভিশনে উপস্থাপনা ও অভিনয়ও করেন।
