শাকিব খানকে নকল করলেন সালমান খান! ‘সিকান্দার’ নিয়ে তুমুল বিতর্ক

শাকিব খান ও সালমান খান। ছবি: সংগৃহীত
আগামী ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে সালমান খানের ‘সিকান্দার’, তবে মুক্তির আগেই এটি বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির গানের সঙ্গে মিল থাকার কারণে তাকে নকল করার অভিযোগ উঠেছে বলিউড ভাইজানের বিরুদ্ধে।
বিতর্কের শুরুটি ঘটে যখন ‘সিকান্দার’-এর প্রযোজক তাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করেন। সেই গান দেখার পর নেটিজেনদের একাংশ অভিযোগ করে, সালমানের লুক এবং ডান্স স্টেপ শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির ‘কুরবানি কুরবানি’ গানের অনুকরণ। এমনকি তাদের দাবি, এই দুটি গানের কোরিওগ্রাফি, দৃশ্যগ্রহণ, এবং পোশাকের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে।

২০২৩ সালে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির সেই গানে তার লুক ও ডান্স স্টেপের মধ্যে যে মিল দেখা গেছে, সেটি নিয়ে অনেকেই এখন সরব। একাধিক সমালোচক এক্স হ্যান্ডেলে দুটি গানের ভিডিও শেয়ার করে এর মধ্যে প্রায় একইরকম দৃশ্যের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে সালমান খানের নতুন সিনেমার ‘জোহরা যবিন’ গানটি দর্শকদের মধ্যে ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু এই জনপ্রিয়তার মধ্যেও কিছু সমালোচক সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে ‘চুরি’ এবং নকলের অভিযোগ তুলেছেন।
এদিকে ভাইজানের অনুগামীরা নেটপাড়ায় এসব অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, "পোশাকের মিল মানেই নকল নয়," এমন মন্তব্যও উঠে এসেছে। অন্যদিকে কিছু নেটিজেন মজা করে বলেছেন, "এত বড় অভিনেতা এখন বাংলাদেশি অভিনেতাকেও কপি করছেন!"
প্রসঙ্গত, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।
