মিউজিয়াম অব মুভিং ইমেজে প্রদশনীর জন্য যাচ্ছে ‘অন্যদিন’
বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক কামার আহমেদ সাইমনের নতুন ছবি ‘অন্যদিন’ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ‘মিউজিয়াম অব দি মুভিং ইমেজ’র আমন্ত্রণ পেয়েছে।
প্রতি বছর মাকিন যুক্তরাষ্ট্রের এই গণমাধ্যম জাদুঘরটি সংক্ষেপে ‘মমি’-‘ফাষ্ট লুক’ নামের একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করে।
উৎসবে যেসব চলচ্চিত্র পরিচালকদের আমন্ত্রণ জানানো হয়, যারা তাদের ফিকশন, নন ফিকশন, প্রামাণ্যচিত্র, হাইব্রিড বা শর্ট সিনেমাগুলোতে নিরীক্ষার মাধ্যমে চলচ্চিত্রের শৈল্পিক ফর্মগুলোতে বদলে দিতে চেষ্টা করেন।
নিউ ইয়র্কসহ দেশ ও বিদেশের শিল্পসমালোচক, অভিনেতা, অভিনেত্রী এবং দর্শকদের নতুন ধরণের এই সিনেমাগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া ও ভাবনার খোরাক যোগানো ফাস্ট লুক উৎসবের মূল লক্ষ্য।
এবারের আয়োজনে মোট ৩০টি দেশের ৩৮টি চলচ্চিত্রকে তারা নানাভাবে যাছাই, বাছাইয়ের মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছেন।
সাইমনের অন্যদিন ছবিটির প্রযোজক সারা আফরিন।
এর আগে ২০২১ সালের নভেম্বরে বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব নেদারল্যান্ডের রাজধানীতে ‘ইডফা (ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেষ্টিভ্যাল আমেস্টারডাম)’র মূল প্রতিযোগিতা ‘ইন্টারন্যাশনাল’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ভিন্ন ধারার ছবি ‘অন্যদিন’।
বিশ্বের সবচেয়ে সুন্দর থিয়েটার বা অনন্য সিনেমা হল ‘টুশিইন্সকি’তে ওয়াল্ড প্রিমিয়ার হয়েছে ছবিটির। সে খবর নানা গণমাধ্যম ও টিভিতে প্রচারিত হয়েছে ব্যাপকভাবে।
কীভাবে ফাস্ট লুকে গেল অন্যদিন-এই প্রশ্নের জবাবে কামার আহমেদ সাইমন বলেছেন, ‘মমির কিউরেটর ও নামকরা চলচ্চিত্র সমালোচক এরিক হাইন্স যে কয়টি ছবি নিয়ে আলোচনার জন্য এসেছিলেন টুশিইন্সকিতে, তার মধ্যে আমার ছবিটি ছিল। আলোচনা প্রসঙ্গে তিনি হলভর্তি দশকের সামনে তার জাদুঘরে অন্যদিনের প্রদশনী আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।’
ওএস