ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ালেন মিশা
ইলিয়াস কাঞ্চনকে শপথ পড়ালেন মিশা
আলোচনা-সমালোচনার পাহাড় ডিঙিয়ে অবশেষ শপথ নিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি।
রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথবাক্য পড়েন তারা।
সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর। পরে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। তবে নির্বাচিত অনেকেই আজ উপস্থিত হননি। শপথ অনুষ্ঠানে অন্য প্যানেলের মিশার উপস্থিতি বাড়তি আকর্ষণ ছিল।
এ সময় সাবেক সভাপতি মিশা সওদাগর বলেন, ‘এখানে সবাই আমাদের কাছের লোক। মালা বদল ছাড়া কোনো কিছু না। আশা করছি তারা আরও ভালো কাজ করবে শিল্পীদের জন্য। কাঞ্চন ভাই আমাদের সবার প্রিয় ভাই। তিনি তার ব্যক্তিত্ব ও সততা দিয়ে সমিতিকে সব শিল্পীদের জন্য আদর্শ করে গড়ে তুলবেন, আমার এই বিশ্বাস আছে।’
তবে এতে আসেননি বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। মূলত আপিল বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদটির চূড়ান্ত হয়। যেখানে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। জয়ী হন চিত্রনায়িকা নিপুণ।
এএম/আরএ