শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

বসন্তের আগেই স্তব্ধ কোকিল

ছবি- আনন্দবাজার পত্রিকা

বাবা ডাকতেন লক্ষ্মী বলেই। অর্থের তাগিদেই ১৩ বছর বয়সে মেকাপ, জমকালো আলো, লোকজন, গ্লামারের প্যাঁচে পড়তে হয়েছিল তাকে। অভিনয় করতে হয়েছিল সিনেমায়। কিন্তু ঝলমলে জগতের কৃত্রিম আলো সহ্য করতে পারেননি তিনি। কী করেই বা পারবেন! তিনি নিজেই তো আলো। যদিও তখন তিনি জানতেন না, তার আলোতেই একদিন আলোকিত হবে উপমহাদেশের সংগীত জগত। কণ্ঠে ভর করেছিলেন সরস্বতী। মন-প্রাণ ঢেলে দিলেন সুরসমুদ্রে। হয়ে উঠলেন উপমহাদেশের কোকিল। খ্যাতির শীর্ষে পৌঁছে গেলেন বিশ্ব দরবারে। তিনি লতা মঙ্গেশকর।

সংগীতপ্রেমীরা ভালোবেসে কোকিলকণ্ঠী নামে ডাকতেন। বসন্তের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই তিনি চলে গেলেন অন্য জগতে। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এ সংগীত কিংবদন্তী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সুর সম্রাজ্ঞী, কোকিল কণ্ঠী, বিখ্যাত সংগীত শিল্পী, সংগীতের কিংবদন্তী- কোনো বিশেষণেই যেন সম্পূর্ণ প্রকাশ পায় না তার পুরোটা। লতা মঙ্গেশকর, লতা মঙ্গেশকরই।

ভারতীয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার একবার বলেছিলেন, ‘মাইকেল অ্যাঞ্জেলো মানেই যেমন চিত্রকলা, শেক্সপিয়ার মানেই যেমন ইংরেজি সাহিত্য, তেমনই ভারতীয় সিনেমার গান মানেই লতা মঙ্গেশকর।’

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে এক মরাঠি পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন লতা মঙ্গেশকর। মাত্র নয় বছর বয়সে বাবার সঙ্গে প্রথম মঞ্চে উঠেছিলেন তিনি। বাবার কাছেই শুরু অভিনয় ও গান শেখা। কিন্তু ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর তাকেই ধরতে হয়েছিল পরিবারের হাল।

এ কিংবদন্তীকে বই প্রকাশ করেছেন ভারতীয় লেখক যতীন মিশ্র। তার বই ‘লতা সুর গাথা’তে লতা মঙ্গেশকর বলেছেন, ‘প্রায়ই রেকর্ডিং করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম আমি, আর ভীষণ খিদে পেত আমার। তখন রেকর্ডিং স্টুডিওতে ক্যান্টিন থাকত। নানা রকম খাবার পাওয়া যেত কি না, সে বিষয়ে আমার মনে নেই। তবে চা-বিস্কুট খুঁজে পাওয়া যেত তা বেশ মনে আছে। সারা দিনে এক কাপ চা আর দু-চারটে বিস্কুট খেয়েই কেটে যেত। এমনও দিন গেছে, যে দিন শুধু জল খেয়ে সারাদিন রেকর্ডিং করছি, কাজের ফাঁকে মনেই আসেনি যে ক্যান্টিনে গিয়ে কিছু খাবার খেয়ে আসতে পারি। সারাক্ষণ মাথায় এটাই ঘুরত— যে ভাবে হোক নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে আমাকে।’

১৯৪২ সালে মারাঠি গান গেয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এ সুর সম্রাজ্ঞী। এরপর ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। বসন্ত জোগলেকরের ‘আপ কি সেবা মে’ ছবিতে তিনি ‘পা লাগু কার জোরি’ গানটি গেয়েছিলেন। দুই বছর পর সুরকার গুলাম হায়দারের সহযোগিতায় গান ‘মজবুর’ ছবিতে ‘দিল মেরা তোরা’ গানটি। এরপর লতাকে আর পেছনে তাকাতে হয়নি।

তবে পরের পথটি সোজাও ছিল না। অনেক বাধা-বিপত্তি অতিক্রম করেই এগোতে হয়েছে তাকে। ‘বড্ড সরু গলা’ বলে তাকে ফিরিয়ে দিয়েছিলেন মুম্বাইয়ের বাঙালি প্রযোজক শশধর মুখোপাধ্যায়। উর্দু সিনেমায় গান গাওয়ার পর দিলীপ কুমার আপত্তি তুলেছিলেন উর্দু উচ্চারণ নিয়ে। এরপর উচ্চারণ ঠিক করতে উর্দুর শিক্ষক রেখেছিলেন লতা।

ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি গেয়েছেন বিদেশি ভাষার গানও। ৩০ হাজারেরও বেশি গান গেয়ে বিশ্ব রেকর্ড গড়েয়েছেন সংগীতের এ কিংবদন্তী। ১৯৭১ সালের মধ্যেই লতা রেকর্ড করে ফেলেছিলেন প্রায় ২৫ হাজার গান!

পুরস্কারের ঝুড়িও বেশ ভারী। শ্রেষ্ঠ প্লে-ব্যাক শিল্পীর পুরস্কার পেয়েছেন ২৩ বার। পেয়েছেন মধ্যপ্রদেশ সরকারের তানসেন পুরস্কার,  ভারত সরকারের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান 'দাদাসাহেব ফালকে পুরস্কার' ও 'পদ্মভূষণ'। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার 'ভারতরত্ন'! এর বাইরে রয়েছে দেশ-বিদেশের অগণিত ভক্তদের ভালোবাসা। এ ছাড়া পুরস্কারের ক্ষেত্রে ছাড়িয়েছেন দেশের গণ্ডি। পেয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান অফিসার দে লা লিজিয়ঁ দ্য ’নর।

সংগীত পরিচালনার জন্যও পেয়েছেন পুরস্কার। মারাঠি চলচ্চিত্রে ‘আনন্দ ঘন’ ছদ্মনামে গানের পরিচালনাও করেছেন তিনি। পুরস্কার পাওয়ার পরই রহস্য ভেদ হয় মারাঠি চলচ্চিত্রের সংগীত পরিচালক আনন্দ ঘন-র।

ভারতের আরেক সংগীত কিংবদন্তী মান্না দে বলেছিলেন, ‘যে যত ভালো গানই গাক। লতা মঙ্গেশকরের কণ্ঠে ঈশ্বর বাস করেন। ওর মতো কেউ গাইতে পারবে না।’ এভাবেই তিনি বেঁচে থাকবেন ভক্ত-শ্রোতার হৃদয়ে। যার কণ্ঠে ঈশ্বরের বাসা তিনিই তো পারবেন মানুষকে প্রভাবিত করতে, উজ্জীবিত করতে, মানুষের হৃদয়ে বাসা বাঁধতে। 

১৯৬৩ সালে ভারত ও চীনের যুদ্ধে ভারতীয় সেনাদের উজ্জীবিত করেছেন লতা গেয়েছিলেন ‘ইয়ে মেরে ওয়াতান কি লোগো’ গানটি।  তার একই গান ব্যবহার করা হয়েছিল কার্গিলের যুদ্ধেও।

মৃত্যু সইতে পারতেন না তিনি। তাই চিকিৎসকের কড়া নির্দেশ ছিল কোনো মৃতদেহের সামনে যেন তিনি না যান। অবশেষে মৃত্যু পৌঁছে গেল তার-ই দুয়ারে। পাড়ি দিলেন অন্য সুরের জগতে। অগণিত ভক্ত-শ্রোতার কণ্ঠে-কানে-মনে রেখে গেলেন নিজের অবিনশ্বর সুর। শেষ হলো সংগীতের শুধু একটি নয়, কয়েকটি অধ্যায়ের।

লতা মঙ্গেশকরের প্রয়াণে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রোববার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তার শেষকৃত্য।

এসএন

 

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১৪৬ জনের মতো।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাতভর বিস্তৃত অঞ্চলজুড়ে বিমান হামলা চালিয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকে আছেন, যাদের উদ্ধারে সমস্যায় পড়ছেন উদ্ধারকর্মীরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন।

বিশেষ করে ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি, এবং আহত হয়েছেন ৩ হাজার ৮০০ জনের বেশি।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন। ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এর আগে আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং হামাসের সঙ্গে বন্দি বিনিময় হয়েছিল। প্রায় দুই মাস গাজায় বড় ধরনের হামলা চালায়নি ইসরায়েল। তবে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ফের গাজায় বিমান হামলা শুরু করে তারা।

Header Ad
Header Ad

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু

শেখ দিদারুল ইসলাম দিদার। ছবি: সংগৃহীত

গাজা উপত্যাকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জেলা কমিটির সদস্য ছিলেন।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাফা ও গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে শিববাড়ি মোড়ে সমাবেশ চলছিল। এ সময় নগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আসছিলেন। বিকাল ৫টার কিছু সময় আগে ডুমুরিয়া উপজেলা থেকে একটি মিছিল সমাবেশ স্থলে আসে। সেই সময় দিদার মিছিলে ছিলেন।

সমাবেশ মঞ্চের কাছাকাছি আসার পর দিদার অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। বিএনপি নেতার অকাল মৃত্যুতে নগর ও জেলা বিএনপি শোক জানিয়েছেন।

Header Ad
Header Ad

যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি বেসরকারি হেলিকপ্টার হাডসন নদীতে বিধ্বস্ত হয়ে শিশুসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে বেল ২০৬ লংরেঞ্জার মডেলের হেলিকপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে তিনজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক আরোহী ছিলেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি প্রায় ১৫ মিনিট ধরে ম্যানহাটনের আকাশে ওড়াউড়ি করছিল। হেলিকপ্টারটি নিউইয়র্ক সিটি থেকে ছেড়ে এসেছিল বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪।

ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি পানিতে আংশিক ডুবে আছে এবং নদীর দুই তীরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন জরুরি সেবাকর্মীরা।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, স্প্রিং স্ট্রিটের কাছাকাছি ওয়েস্ট সাইড হাইওয়ের পিয়্যার ৪০ এলাকায় উদ্ধার অভিযান চলছে।

ফেডারেল এভিয়েশন অথরিটি (FAA) জানিয়েছে, এখনো পর্যন্ত হেলিকপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ মিছিলে গিয়ে বিএনপি নেতার মৃত্যু
যুক্তরাষ্ট্রে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
জাতীয় নাগরিক কমিটির সদস্য দিলশাদ আফরিন বহিষ্কার
সরকারে এলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
আবারও চেন্নাইয়ের অধিনায়ক হলেন ধোনি
‘ক্রিম আপা’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা গ্রেফতার
দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ৫৯ হাজার টাকা
ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে প্রেম, বাবার হাতে প্রাণ গেল মেয়ের
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
জেনে নিন গ্রীষ্মে সুস্বাদু আর উপকারী কাঁচা আমের ১১টি বিস্ময়কর গুণ
এসএসসি পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কিশোরী
সাধারণ মানুষ চায় এই সরকার আরো ৫ বছর থাকুক: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন (ভিডিও)
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস (ভিডিও)
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি
২০ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি
কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে চিঠি