আরাফাতকে ধরে গণধোলাই দিতে বললেন হিরো আলম
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও অভিনেতা ও ইউটিউবার হিরো আলম। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের একদফা দাবিতে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এখন দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন তিনি। পলাতক রয়েছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও। এবার তাকে নিয়েই কড়া মন্তব্য করেছেন আলোচিত অভিনেতা ও ইউটিউবার হিরো আলম। আরাফাতকে ধরে গণধোলাই দেওয়ার কথা বললেন হিরো আলম।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
হিরো আলম বলেন, আপনারা শুধু আরাফাত থেকে শুরু করে সবগুলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে আনতে হবে। তাদের সকলের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করেছে আল্লাহ তার বিচার করেছেন।
তিনি বলেন, নির্বাচনে জোর করে আমাকে হারানোর পরে তারা যে আমাকে মারধর করেছে, সে কারণেই আজ তারা জনগণের হাতে মার খাচ্ছে। আমি দেশের সাধারণ জনগণকে বলবো আরাফাতকে যে যেখানেই পাবেন ধরে গণধোলাই দেবেন। এরপর তাকে আইনের হাতে তুলে দেবেন। আমাকে যেমন মারধর করার দৃশ্য সারাদেশের মানুষ দেখেছে তেমনি তাদের পরিণতিও দেখা উচিত।
তিনি আরও বলেন, সে (আরাফাত) আমাদের কোটি কোটি টাকা পাচার করেছে। এখন নিজেই আত্মগোপনে চলে গেছে। তার স্ত্রীসহ পরিবারের সকলের ব্যাংক হিসাব জব্দ করলে অনেক কিছুই বেরিয়ে আসবে। গত এক বছরে হঠাৎ করেই আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো কোটি কোটি টাকার মালিক কীভাবে হলো এমন প্রশ্নও ছুড়ে দেন হিরো আলম।
এদিকে আত্মগোপনে থাকলেও আরাফাত ও তার স্ত্রীর নামে কী পরিমাণ অর্থ রয়েছে তা জানতে চেয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সে সময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে হিরো আলমকে মারধর করারও অভিযোগ উঠে মোহাম্মদ আলী আরাফাত ও তার সমর্থকদের উপর।