আজ কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরীর জন্মদিন
কুমার বিশ্বজিৎ ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
সংগীতাঙ্গনে বাংলাদেশের গর্ব কুমার বিশ্বজিৎ। অসংখ্য মৌলিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন আমাদের। অন্যদিকে অভিনয় জগতের আরেক প্রতিভা চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি গানেও তার এখন মোটামুটি একটা জায়গা তৈরি হয়েছে। দেশের গুণী এই দুই তারকার জন্মদিন আজ শনিবার।
তবে বর্তমানে খারাপ সময় পার করছেন কুমার বিশ্বজিত। কারণ এক বছরের বেশি সময় ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছেলে নিবিড় রয়েছেন কানাডায় হাসপাতালের বিছানায়। সেখানেই আছেন এ শিল্পী। এর মধ্যেও বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। করেছেন স্টেজ শোও। এবারের জন্মদিনে তিনি ছেলের কাছেই রয়েছেন।
সেখান থেকে আলাপকালে গণমাধ্যমকে জানান, দিনটি অবশ্যই আমার জন্য আনন্দের। তবে এবারের জন্মদিনটি নিয়ে আলাদা করে কিছু বলতে চাইছি না। যার কারণ আপনারা জানেন। আমার ছেলে নিবিড় এখনো হাসপাতালে। তাই বেশি কিছু বলতে পারছি না। শুধু এটুকু বলব, নিবিড়ের জন্য দোয়া করবেন। বাবা-মায়ের কোলে আবারও যেন ও ফিরে আসতে পারে। এতটুকুই চাই।
এদিকে ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী এরই মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার কাজ শেষ করেছেন। ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জন্মদিন প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, সত্যি বলতে কি জন্মদিনে কখন কোথায় থাকি, কি করব, না করব- তার কিছুই আমি জানতে পারি না। আমার স্ত্রী শান্তা এবং আমার ছেলে শুদ্ধ পরিকল্পনা করেই কিছু একটা করে। জন্মদিন মানেই হলো জীবন থেকে একটা বছর পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। আমি আমার কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। কাজের এই ধারাবাহিকতাটাই আজীবন ধরে রাখতে চাই। যেহেতু মঞ্চ এবং টিভি আমার আজকের সাফল্যের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, তাই এই দুই মাধ্যমে আমি কাজ করবই। এ ছাড়াও অন্য সব মাধ্যমে আমার কাজ করার ইচ্ছে রয়েছে সব সময়ই। যে কারণেই কিন্তু ঈদে বিশেষত টিভি নাটকে কাজ করছি আমি।
এরই মধ্যে চঞ্চল চৌধুরী সকাল আহমেদের পরিচালনায় বৃন্দাবন দাসের রচনায় শেষ করেছেন সাত পর্বের ধারাবাহিক ’নয়শ’ প্রহরী’ নাটকের কাজ। চঞ্চল চৌধুরী জানান, একই পরিচালকের ‘ঝরা বকুল’ নামের একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি সকাল আহমেদরই আরও একটি সাত পর্বের ধারাবাহিক এবং খন্ড নাটকের কাজ শেষ করবেন। সব নাটক রচনা করেছেন বৃন্দাবন দাস।