কলকাতার সবাই আমার কাজ বেশ মূল্যায়ন করছে : হিরো আলম
ছবি: সংগৃহীত
‘দেশের মানুষ আমাকে মূল্যায়ন না করলেও কলকাতায় এসে সে ধারণা পাল্টে গেছে। এখানকার সবাই আমাকে এবং আমার কাজকে বেশ মূল্যায়ন করছে। আমিও নতুন নতুন অনেক কিছু শিখছি। কথাগুলো বলছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বুধবার (২০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফোনে প্রতিদিনের বাংলাদেশের কাছে এই অনুভূতি প্রকাশ করেন তিনি।
হিরো আলম বলেন, কলকাতায় এসে ৮ মার্চ থেকে ‘নিলে গেম’ ও ‘মিয়া ভাই’– এই দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। দুটি সিনেমার কাজ করতে এসে এখানকার সবাই আমাদের যথাযথ গুরুত্ব দিচ্ছেন। সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অনেক কিছু শিখছি।
তিনি আরও বলেন, ঈদের পাঁচ দিন আগে কলকাতা থেকে দেশে ফিরব। এই কয়েক দিন সিনেমার কাজ এগিয়ে নেব। দুই সিনেমার মধ্যে প্রথমে ‘নিলে গেম’ এবং পরে ‘মিয়া ভাই’ মুক্তি পাবে। দুই সিনেমাই পরিচালনা করেছেন জামাল উদ্দিন। আশা করি– আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন।
আরেক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এবার ঈদে কিছু গান ও নাচ দর্শকদের উপহার দেব। আমার একটা ওয়েব সিরিজও মুক্তি পাবে ঈদে। সবাইকে নিয়ে দেশেই ঈদ কাটাব।
বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। একসময় সিডি বিক্রি ও ডিশ সংযোগের ব্যবসা শুরু করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ক্যাবল টেলিভিশন চ্যানেলে সম্প্রচার শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি।
আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসন থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েও ব্যাপক আলোচনার জন্ম দেন। পরে আবার তিনি ঢাকার একটি আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করেন। দুবারই পরাজিত হয়ে জামানাত হারাতে হয় তাকে।