পদোন্নতি পেয়ে আইজি হলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত মনোজ শর্মা
‘টুয়েলভথ ফেল’ খ্যাত মনোজ কুমার শর্মা। ছবি: সংগৃহীত
লড়াইয়ের কতশত গল্প আড়ালে রয়ে যায়। থেকে যায় সকলের অজানা। কিন্তু বড় পর্দায় তার জীবনের গল্প ছবি হয়ে ফুটে উঠেছে, যা দেখে কান্না ধরে রাখতে পারেননি বহু মানুষ। বলছিলাম ‘টুয়েলভথ ফেল’ ছবির অনুপ্রেরণা যিনি, সেই আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার কথা। এবার কর্মজীবনে আরও একটি মাইলফলক ছুঁলেন তিনি।
মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) থেকে এবার ইনস্পেক্টর জেনারেল (আইজি) হলেন মনোজ। পদোন্নতি হল তার।
২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের ব্যাচের আইপিএস কর্মকর্তাদের পদোন্নতির অনুমোদন ১৫ মার্চ দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্র অনুমোদিত পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকায় আছেন মনোজ।
মনোজ তার পদোন্নতির এই খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ জানিয়েছেন। তিনি বলেন, সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকে আজ তিনি আইজি হলেন।
ASP से शुरू हुई यात्रा आज के भारत सरकार के ऑर्डर से IG बनने तक जा पहुँची है। इस लंबी यात्रा में साथ देने के लिए मन से सभी का आभार pic.twitter.com/LEITH1OVVp
— Manoj Sharma (ManojSharmaIPS) March 15, 2024
এদিকে তার এমন সুখবর দেওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে যায়। হাজার হাজার মানুষ তাঁকে অভিনন্দন জানান। তিনি দেশের লক্ষ লক্ষ যুবকের জীবনে অনুপ্রেরণা বলে জানান অনেকেই।
উল্লেখ্য, আইপিএস কর্মকর্তা মনোজের জীবনের গল্প নিয়ে ২০১৯ সালে ‘টুয়েলভথ ফেল’ নামের একটি উপন্যাস লেখেন ভারতীয় ঔপন্যাসিক অনুরাগ পাঠক। এই উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা বানান বিধু বিনোদ চোপড়া। সিনেমাটি গত বছরের ২৭ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ২৯ ডিসেম্বর মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে। অনুপ্রেরণামূলক সিনেমাটি দারুণভাবে সাড়া ফেলে।