মিস ওয়ার্ল্ড মুকুট জিতলেন চেক সুন্দরী ক্রিস্টিনা
ছবি: সংগৃহীত
ভারতে অনুষ্ঠিত হলো ৭১তম মিস ওয়ার্ল্ড আসর। এ বছর এই মর্যাদাকর সুন্দরী প্রতিযোগিতার খেতাব জয় করলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। অংশ নিয়েছিলেন ১১৫টি দেশের প্রতিযোগীরা, সবাইকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড-২০২৪ মুকুট জিতলেন এই সুন্দরী। খবর হিন্দুস্তান টাইমসের।
এবারের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী করলিনা বিয়েলস্কা।
ক্রিস্টিনা পিসকোভা চেক রিপাবলিকের নাগরিক। তাঁর বয়স মাত্র ২৫। জন্ম ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি। পেশায় একজন মডেল। এর আগে তিনি মিস চেক রিপাবলিকের খেতাব জয় করেছেন।
অন্যদিকে, এবারের মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা। এর আগে তিনি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। দীর্ঘ চার বছর পর দেশের হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন বরিশালের এই মেয়ে।
প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর পর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এবারের এই অনুষ্ঠান সনি লিভে সম্প্রচার হয়েছে, যা ১৪০টির বেশি দেশে বসেই দেখা গেছে।
শেষবার ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ড। তারপর আর দেশটিতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনো ভারতীয় এই খেতাব অর্জন করেন। তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান।